Sundarban News: ও মা! বিশালাকৃতি ওই দানবটা জালের মধ্যে কী করে আটকে, এলাকা তোলপাড়
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
South 24 Parganas News: পাথরপ্রতিমায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ২ কেজি ওজনের বিশালাকার সমুদ্রিক কাঁকড়া
পাথরপ্রতিমা: পাথরপ্রতিমায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ল বিশালাকার সমুদ্র কাঁকড়া। কাঁকড়াটির ওজন প্রায় ২ কেজি। যা দেখতে ভিড় জমায় শতাধিক বাসিন্দা। এই কাঁকড়াটি জায়েন্ট মাড ক্রাব প্রজাতির কাঁকড়া বলে খবর।
পাথরপ্রতিমার দুর্গাখালি এলাকার আঠারোগাছি নদীর চরঘেরি সংলগ্ন এলাকা থেকে এই কাঁকাড়াটি ধরা পড়েছে। সাধারণত ম্যানগ্রোভ জঙ্গল লাগোয়া এলাকায় এই কাঁকড়া দেখতে পাওয়া যায়।
আরও দেখুন
advertisement
সূত্রের খবর স্থানীয় মৎস্যজীবীরা মাছ ধরার জন্য নদীর চরে জাল পেতেছিলেন। সেখানেই এই কাঁকড়া ধরা পড়ে। এতবড় কাঁকড়া দেখে মৎস্যজীবীরা জাল থেকে কাঁকড়াটিকে ছাড়ানোর চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণ পর কাঁকড়াটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
advertisement
কাঁকড়াটিকে ধরে ফেলে এবং তাকে শৈলবালা মৎস্য আড়তে নিয়ে আসেযদিও পরে মৎস্যজীবীরা কাঁকড়াটিকে ধরে ফেলে এবং তাকে শৈলবালা মৎস্য আড়তে নিয়ে আসে। কিন্তু সেখানে কাঁকড়াটির দাম নির্ধারণ করা যায়নি। পরে কাঁকড়াটিকে বাঘাযতীনে পাঠানো হয়।
advertisement
আরও পড়ুন – Viral Reels: লন্ডনে ছুটি কাটাতে গিয়ে কৃষ্ণ দাসের কীর্তন শুনতে হাজির বিরাট-অনুষ্কা, ভাইরাল
কাঁকাড়াটির প্রায় ৫.২ ইঞ্চি চওড়া খোলস রয়েছে বলে খবর। সাধরণত এত বড় কাঁকড়া সচারাচর দেখা যায়না বলে খবর। স্থানীয়রা অনেকেই তাদের জীবদ্দশায় এত বড় কাঁকড়া দেখননি। বিশালাকার কাঁকড়া জালে পড়ার খবর শুনেই অনেক স্থানীয় বাসিন্দা কাঁকড়া দেখতে সেখানে ভিড় করেছিলেন বলে খবর।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 18, 2023 4:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Sundarban News: ও মা! বিশালাকৃতি ওই দানবটা জালের মধ্যে কী করে আটকে, এলাকা তোলপাড়








