অপরাধীরা চুরির আগে সেই এলাকায় ঘর ভাড়া নিয়ে থেকে রেইকি চালাতেন। আর তারপরেই অপারেশন করে চম্পট দিতেন সেখান থেকে। ফলে তাদের ধরা দুষ্কর হয়ে পড়েছিল তদন্তকারী দলের কাছে। আর অবশেষে বারাসাত থানার পুলিশের জালে দুষ্কৃতীরা ধরা পড়তেই, তা সাফল্যের রূপ নিয়েছে। বারাসাত থানার পুলিশের এমন তৎপরতায় রীতিমতো খুশি স্থানীয় নাগরিকরাও। অভিযুক্তদের একজন ব্যারাকপুরের অর্জুন সিং ওরফে বাবু ও সমর বিশ্বাস ওরফে সুবোধ সহ আরও এক ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি যাওয়া সামগ্রীয় উদ্ধার করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন- গুরুতর অসুস্থ হিনা খান, রোজা চলাকালীন হঠাৎ কী হল? কাতর আর্জি নায়িকার, বাড়ছে উদ্বেগ!
আরও নানা কেসের সঙ্গেও এই তিনজনের যোগ রয়েছে এমনটা অনুমান করেই তদন্তকারী অফিসাররা সব দিক খতিয়ে দেখছেন। তবে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে সাধারণ নাগরিক ও বসবাসকারী মানুষদের সিসিটিভি ক্যামেরা লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন- চমকে দেওয়া খবর! জনপ্রিয় বাঙালি পরিচালকের হাত ধরে সিনেমায় নামছেন উরফি জাভেদ! নাম শুনলে আঁতকে উঠবেন
সেক্ষেত্রে আপনার বাড়িতেও যেমন সিসিটিভি লাগাতে পারেন তেমন কয়েক জন মিলে এ্যাপার্টমেন্ট বা নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যও তা লাগানো যেতে পারে। ফলে এমন কোন পরিস্থিতি তৈরি হলে অপরাধীদের ধরতে যাতে পুলিশের সাহায্য হয় সেই কথা মাথায় রেখেই এমন প্রস্তাব। পাশাপাশি ভাড়াটে বসানোর ক্ষেত্রেও খোঁজ খবর নিয়ে তবে এগোনোর পরামর্শ দিচ্ছে প্রশাসন। না হলেই পড়তে হতে পারে চরম বিপদে।
Rudra Nrayan Roy