উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালি দুই বিধানসভার সংযোগস্থল অবস্থিত ডাঁসা নদী। হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েতের এপারে কুমিরমারি, ওপারে সন্দেশখালির সেহারা। এই দুই জায়গার মধ্যে দিয়ে বয়ে গেছে ডাঁসা নদী। প্রত্যেকদিন এই পথ দিয়ে অসংখ্য যাত্রী যাতায়াত করেন। নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার একমাত্র সহজ পথ হল ফেরিঘাট। কিন্তু প্রশাসনিক অবহেলায় ফেরিঘাটের অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ। স্থানীয় ও নিত্য যাত্রীদের অভিযোগ, এখানে পারাপার হতে গেলে খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। অগত্যা নদী পাড়ে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে নদী পারাপারের অস্থায়ী বিকল্প ব্যবস্থা। কিন্তু তা বেশ ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, ফেরিঘাটের সমস্যার কারণে রোগী পারাপারে অসুবিধা হয়। তেমনই বাইক বা সাইকেল নিয়ে পার হতে গেলে অসুবিধায় পড়তে হয়।
advertisement
আরও পড়ুন: হাওড়ায় প্রথম ভিন্টেজ কার র্যালি, মুর্শিদাবাদের রাজার গাড়িও এসেছিল
এই ফেরিঘাট দিয়ে যাতায়াত করতে গিয়ে কখনো কখনো নদীতে পড়ে প্রাণহানী ঘটার আশঙ্কা থেকে যায়। আর এই সমস্যা যেন তাদের এক নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে সেখানকার বাসিন্দাদের একটাই প্রশ্ন, প্রশাসনের কাজের গাফিলতিকে আর কতদিন পাথেয় করে চলতে হবে? কবে ভাঙবে ব্লক প্রশাসনের এই ঘুম ,সেটাই এখন দেখার বিষয়।
জুলফিকার মোল্লা