হাবড়ার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দীর্ঘদিন ধরে হাবরা হাসপাতালে পিস হেভেন তৈরির পরিকল্পনা করেছিলেন। সেইমত উদ্বোধন করা হল চারটি মৃতদেহ সংরক্ষণ করার যন্ত্র। হাবরার প্রচুর মানুষ বাইরে থাকেন। কোনও প্রিয় মানুষের শেষ সময়ে দেখার জন্য বা প্রয়োজনের কারণে মৃতদেহ যাতে সংরক্ষিত করে রাখা যায় দীর্ঘদিন, সেই কারণেই এই পিস হেভেন তৈরি করা হল।
advertisement
আরও পড়ুনঃ সীমান্তে দুর্ঘটনা! প্রাণ গেল দুই বাংলাদেশী পর্যটকের
হাবরা সহ আশেপাশের এলাকার মানুষ এখানে মৃতদেহ সংরক্ষণ করে রাখতে পারবেন দীর্ঘদিন এমনটাই দাবি করেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জেলায় এই নিয়ে মোট দুটি পিস হেভেন হল বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত, এর আগে মৃতদেহ সংরক্ষণ করার প্রয়োজন হলে কলকাতায় দেহ নিয়ে যাওয়া হত। বর্তমানে নতুন এই পিস হেভেনের ফলে আর এত ঝক্কি সইতে হবে না মৃতের পরিবারদের। এই পরিষেবা চালু হওয়ায় খুশি হাবড়াবাসী।
Rudra Narayan Roy