পার্ক স্ট্রিটের পর শহর ও শহরতলি লাগোয়া মানুষের এখন ভ্রমণের গন্তব্যস্থল হয়ে উঠেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আয়োজনে পৌষ পার্বণ ও ক্রিসমাস উৎসব। বছর শেষের প্রতিদিনই বহু মানুষ ভিড় জমাচ্ছেন এখানে। প্রতিদিনই চলছে নামিদামি শিল্পীদের নানা সংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি রয়েছে পেট পুজোরও ভরপুর আয়োজন। আলো ঝলমলে রাস্তায় চলছে, নিজেকে ফ্রেম বন্দি করার হিড়িক। উৎসব উপলক্ষে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকেও।
advertisement
আরও পড়ুনঃ স্বর্ণ ব্যবসায়ীকে ফোনে হুমকি দিয়ে টাকা চাইছে পুলিশ! কে এই পুলিশ? জানুন
গত কয়েক বছর ধরেই বিধাননগর পরবর্তী ভিআইপি রোডের পার্শ্ববর্তী প্রায় আড়াই কিলোমিটারের সার্ভিস রোড সাজিয়ে তোলা হচ্ছে নানান ভাবে আলোকসজ্জায়। দীর্ঘ মঞ্চ তৈরি করে চলছে সাংস্কৃতিক নানা শিল্পীদের অনুষ্ঠান। জেলার নানা প্রান্ত থেকে মানুষ আলোর পাশাপাশি সংস্কৃতিক অনুষ্ঠান ও পেট পুজো উপলক্ষে হাজির হচ্ছেন এই উৎসবে।
ভিড় ও দূরত্বের জন্য অনেকেই পার্ক স্ট্রিটে যেতে পারেন না। সেই জায়গা থেকে যেন মিনি পার্ক স্ট্রিট হয়ে ওঠে লেকটাউন শ্রীভূমি সংলগ্ন এই এলাকা। নতুন বছরের প্রথম দিন পর্যন্ত চলবে এই পৌষ পার্বণ উৎসব বলেই জানা গিয়েছে। সেলফি জোন থেকে শুরু করে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এই উৎসবে। পিঠে পুলি পাটিসাপটা-সহ নানা খাবারের পসরা সাজিয়ে পেট পুজোরও এলাহি আয়োজন। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি জেলার নানা প্রান্ত থেকে আসা মানুষদের ভিড়ে বছর শেষে সরগরম পৌষ পার্বণ উৎসব।
রুদ্র নারায়ন রায়