অভিভাবকদের অভিযোগ, বেশিরভাগ শিক্ষক নিয়মিত স্কুলে আসেন না। তাই প্রতিদিন ঠিক করে ক্লাস হয় না। সেইসঙ্গে স্কুলের উন্নয়নের জন্য আসা বালি, খোয়া, লোহার রড থেকে শুরু করে স্কুলের লাইব্রেরির বই প্রধান শিক্ষিকা এবং স্কুলের সহ শিক্ষক চুরি করে বিক্রি করে দিচ্ছেন! আংরাইল মানবতা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা নিয়মিত মিড ডে মিল পায় না বলেও অভিযোগ উঠেছে।
advertisement
আরও পড়ুন: সাতসকালে ডেবরায় ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, আহত ১০
অভিভাবকদের দাবি, স্কুলে শিক্ষকরা না থাকায় ক্লাস চলাকালীন ছাত্র-ছাত্রীরা স্কুল মাঠে ঘুরে বেড়ায়। এই সমস্ত অভিযোগ নিয়ে স্কুলের ম্যানেজিং কমিটি সম্প্রতি একটি বৈঠকও ডাকে। অভিযোগ, বৈঠক শুরুর আগেই প্রধান শিক্ষিকা স্কুল বন্ধ করে চলে যান। এর পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। এদিন তাই স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। যদিও বিষয়টি নিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষিকা কোনরকম প্রতিক্রিয়া দিতে চাননি। তিনি শুধু বলেন, সমস্ত অভিযোগই মিথ্যে। এই পরিস্থিতিতে অভিভাবকরা প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন।
রুদ্রনারায়ণ রায়