আরও পড়ুন: গভীর রাতে ভাঙা হল দরজার দুটি তালা, আর তারপরই সব শেষ! শান্তিপুরে ব্যাপক চঞ্চল
সুন্দরবনবাসীর এই দুর্দশার আশঙ্কার সময় তাঁদের পাশে এসে দাঁড়ালেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী ইস্কিন্দার গাজি। সোমবার সকালে ভোট প্রচারে বেরিয়ে তিনি সটান চলে যান হাসনাবাদ ব্লকের মুরারিশাহ্ পঞ্চায়েতের গ্যাঁড়াকুপি গ্রামে। সেখানে বিদ্যাধরী নদীর পাড়ে বসবাসকারী গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। তখনই গ্রামবাসীরা তাঁকে বাঁধের দীর্ঘদিনের সমস্যার কথা জানান। সামান্য কোটালেই জল ঢুকে পড়ে গ্রামে, ভেসে যায় বাড়িঘর। বাধ্য হয়ে আত্মীয়ের বাড়ি বা স্থানীয় স্কুলের ছাদে আশ্রয় নিতে হয়।
advertisement
গ্রামবাসীদের এই দুঃখের কথা শুনে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ওই তৃণমূল প্রার্থী। তিনি জানান, ভোটে জিতলে এই সমস্যার স্থায়ী সমাধান বের করার আপ্রাণ চেষ্টা করবেন। তার জন্য যতদূর আবেদন করতে হয় করবেন।
জুলফিকার মোল্লা