Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ) Check LIVE
তৃণমূলে নব জোয়ার কর্মসূচি উপলক্ষ্যে ১২ জুন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন এবং রাত্রি যাপন করবেন। মিনাখাঁর চৈতল রয়েল ক্লাব সংলগ্ন মাঠে তৃণমূলের নবজোয়ার কর্মসূচির প্রস্তুতি সভা চলছিল চৈতল নেরুলী হাটখোলা এলাকায়। সেই সভা থেকেই ১৫৯ নম্বর বুথের বিজেপি পঞ্চায়েত সদস্য অনিল সরদার এবং ওই বুথের বুথ সভাপতি উত্তম সিং সহ কয়েকশো বিজেপির কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন।
advertisement
তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বসিরহাট মহকুমা আইএনটিটিইউসির সভাপতি কৌশিক দত্ত, মিনাখাঁ ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতি তাজউদ্দিন মোল্লা। দলত্যাগী বিজেপি পঞ্চায়েত সদস্য অনিল সরদার বলেন, “বিজেপিতে কাজ করা যাচ্ছে না, শুধু ধর্মীয় বিভাজনের কথা বলা হচ্ছে। এটা মানুষ মন থেকে মেনে নিতে পারছে না। তাই বাধ্য হয়ে দল ত্যাগ করে আজ তৃণমূলে যোগদান করলাম।”
জুলফিকার মোল্লা






