একমাত্র ছেলে পার্থ বন্দ্যোপাধ্যায় বেকার। ভারতীয় স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টে প্রতি মাসে মায়ের পেনশনের টাকা ঢোকে। গত মার্চ মাসের পেনশন তোলার পর এপ্রিল মাসের পেনশন তুলতে গেলে দেখা যায় তাঁর অ্যাকাউন্ট ব্যালেন্স শূন্য।
ব্যাঙ্ক ম্যানেজার কাছে গেলে জানানো হয়, ওঁর অ্যাকাউন্টে ১ কোটি ৫৭ লক্ষ টাকা ব্যাঙ্গালোর থেকে ট্রানজেকশন হয়েছে। তার- পরে অ্যাকাউন্টটি ব্যাঙ্গালোর থেকেই সিল করা হয়েছে। এই ঘটনা জানার পরে রীতিমতো হতাশাগ্রস্থ হয়ে পড়ে বন্দ্যোপাধ্যায় পরিবার। তারপর বাদুড়িয়া থানায় ব্যাঙ্কের স্টেটমেন্ট নিয়ে একটি লিখিত অভিযোগ করা হয়। পাশাপাশি ব্যাঙ্কের কাছে একটি মেইল পাঠানো হয়। অসহায় হয়ে পড়েছে পরিবারটি।
advertisement
আরও পড়ুন: হুড়মুড়িয়ে বাড়ছে গরম, তাপপ্রবাহের সম্ভাবনা কোন কোন জেলায়? জানুন সর্বশেষ পূর্বাভাস
আরও পড়ুন: বাংলাতেই আছে 'তামিলনাড়ু' জানতেন? জায়গার নাম শুনলে বিশ্বাসই করতে পারবেন না
প্রতি মাসে পেনশনের টাকায় সংসার চলে। এমন অবস্থায় দুশ্চিন্তা গ্রাস করেছে পরিবারটিকে। এসবিআই-এর অ্যাকাউন্টে তাঁদের নিজস্ব জমানো অর্থ ছিল ১ লক্ষ ২৩ হাজার টাকা। সেগুলো আর তোলা যাচ্ছে না। তাঁরা চাইছেন দ্রুত এই সমস্যার সমাধান হোক। ব্যাঙ্কের কাছে বারবার যাওয়া সত্ত্বেও কোনও সমাধান সূত্র বার হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী তিন-চার মাস সময় লাগবে। ব্যাঙ্গালোর থেকে এই অ্যাকাউন্টটি সিল করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই তদন্ত শেষ না হবে, এই অ্যাকাউন্ট খোলা যাবে না। তবে প্রশ্ন উঁকি মারছে, এই টাকাটা কোথা থেকে ঢুকল? সবে তদন্ত শুরু করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে অনেকেই মনে করছেন, কালো টাকা সাদা করার জন্য পেনশন ভোগীর হোল্ডারে অ্যাকাউন্ট টাকা ঢোকানো হয়েছে। কিন্তু এই সমস্যায় পেট চালানো দায় হয়ে পড়েছে পরিবারটির।
জুলফিকার মোল্যা