বর্তমান প্রজন্মের শিশুরা সোশ্যাল মিডিয়া ও স্মার্টফোনে বুঁদ হয়ে থাকে। সেখান থেকে একটু মুখ ফিরিয়ে মাঠমুখী হয়ে শারীরিক দক্ষতা বাড়াতে ক্যারাটে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। রাজ্যের বিভিন্ন জেলার ক্যারাটে শিক্ষানবিশদের উপস্থিতি দেখা যায়। এই প্রতিযোগিতাতেও তা দেখা গেল। দিনকালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মার্শাল আর্ট ও ক্যারাটের উপকারিতা বাড়ছে বলে জানালেন ক্যারাটে প্রশিক্ষণ সংস্থা বেঙ্গল টাইগার সেইশাইনকাই মার্শাল অ্যাকাডেমির সদস্যরা। ক্যারাটে প্রশিক্ষণ নিতে পিছিয়ে নেই মহিলারাও। ছেলেদের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে এখানে মহিলা ক্যারাটে শিক্ষানবিশদের উপস্থিতিও দেখা গেল।
advertisement
আরও পড়ুন: মাঝরাতে দাউ দাউ আগুনে জ্বলে উঠল বাড়ির এই জায়গা, দেখেই ছুটে এল সবাই!
মহিলাদের সুরক্ষার জন্য শিশু বয়স থেকেই ক্যারাটে খুব প্রয়োজন, এমনটাই জানান বেঙ্গল টাইগার সেইশাইনকাই অ্যাকাডেমির মুখ্য কর্ণধার দিব্যেন্দু ঘোষ। মহিলারা আগের থেকে অনেক বেশি ক্যারাটে প্রশিক্ষণে ভর্তি হছে। এই ছবিটা কমবেশি বাংলার বিভিন্ন ক্যারাটে প্রশিক্ষণ সংস্থাতেই দেখা যাচ্ছে।