পেনশনের প্রাপ্য টাকা না পেয়ে এদিন পুরসভার অন্দরে বিক্ষোভ দেখালেন পেনশন প্রাপকরা। তারা জানান, প্রাপ্য পেনশন থেকে বঞ্চিত হচ্ছেন। পুর কর্তৃপক্ষ এই বিষয়ে তেমন কোনো সদর্থক ভূমিকা নিচ্ছে না। এর আগেও তারা পুরসভার দারস্ত হয়েছিলেন এই সমস্যার বিষয়টি নিয়ে। বিক্ষোভ প্রদর্শনও করা হয়েছিল। বিষয়টি দেখা হবে বলে জানানো হয়েছিল পুরসভার তরফ থেকে।
advertisement
আরও পড়ুন: করকনাথ মুরগি খেয়েছেন? এই কালো মুরগি স্বাস্থ্যগুণে ভরপুর! বাড়ছে বিক্রি!
কিন্তু তারপরেও দুর্গোৎসব কেটে গেলেও পেনশেন না পেয়ে ফের পুরসভার চেয়ারম্যান এর ঘরের সামনে বিক্ষোভ দেখান তারা। ঘটনাকে কেন্দ্র করে পুরসভার ভেতর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকে। যদিও পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন ভাইস-চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ। সমস্যার বিষয়গুলি তুলে ধরে তার সাথে বেশ কিছুক্ষণ কথা বলেন বিক্ষোভকারীরা। সমস্ত কিছু শুনে ভাইস চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়েছেন, চেয়ারম্যানের সাথে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করা হবে। পাশাপাশি বৃদ্ধ মানুষদের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে আরো বিশেষ কিছু সুবিধা তাদের দেওয়া যায় কিনা সে ব্যাপারেও চিন্তা ভাবনা করা হবে বলে জানান। তবে এরপরও পেনশন না পেলে বৃহত্তর আন্দোলনের নামার হুমকি দিয়েছেন প্রবীণ এই পেনশন প্রাপকরা।
রুদ্র নারায়ন রায়