উত্তর ২৪ পরগনা হিঙ্গলগঞ্জ থানার স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের ঘটনা। দীর্ঘদিন ধরেই যুবক-যুবতীর মধ্যে চলছিল অবৈধ সম্পর্ক। অবশেষে, ঘরের মধ্যে তাঁদের দু'জনকে আপত্তিকর অবস্থায় ধরে গ্রামবাসীরা। ৩০ বছরের যুবকের বাড়ি কালিতলা পঞ্চায়েতের সামশের গ্রামে। ১৪ নম্বর সান্ডেলেরবিলে বাড়ি বছর ২৫-এর গৃহবধূর। স্বামী দীর্ঘদিন কাজের সূত্রে বাইরে থাকেন। সেই সুযোগে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি।
advertisement
জানা যায়, দীর্ঘদিন ধরেই যুবক-যুবতীর সম্পর্ক ছিল। একে অপরের বাড়িতেও যেতেন। শনিবার, দু'জনকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসীরাল তারপরই মর্মান্তিক পরিণতি! যুবক-যুবতীকে গাছের গায়ে দড়ি দিয়ে বেঁধে রাতভর চলে মানসিক নির্জাতন। অভিযোগ, শারীরিক নিগ্রহও করা হয় তাঁদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। গ্রামবাসীরা যুবক-যুবতীকে পুলিশের হাতে তুলে দেয়। কয়েকজন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ।
জুলফিকার মোল্যা