ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি বাংলার জমিদারদের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করেছিলেন তিতুমীর ওরফে মীর নিশার আলি। ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তাঁর বাঁশের কেল্লা থেকে। ইংরেজদের বিরুদ্ধে নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেছিলেন। তৎকালীন সেই বাদশার বংশধররা আজ চরম অবহেলিত, অসহায় ভাবে দিন কাটাচ্ছে।
আরও পড়ুন: মাত্র পাঁচ টাকার বিনিময়ে করিয়ে নিন এই পরীক্ষা! না হলে বন্ধ হতে পারে আপনার ব্যবসা
advertisement
একদিন যে রক্তে বিপ্লবের ঝড়ে কেঁপে উঠে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি করেছিলেন বাঁশের কেল্লা আজ তাঁরই বংশধরেরা অবহেলিত! দূর-দুরান্ত থেকে তাঁর এই বাঁশের কেল্লা দেখতে আসেন বহু মানুষজন। পরিবারের দাবী, তিতুমীর এবং তাঁর বাঁশের কেল্লার খ্যাতি সারা দেশ জোড়া হলেও আজও অবহেলিত রয়েছেন তাঁরা। মাথার উপর ঋণের বোঝা নিয়ে কোনক্রমে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এলাকায় রাস্তাঘাট স্কুলের পরিকাঠামো ভালো নয়। কয়েক বছর আগে বাঁশের কেল্লার কিছুটা সংস্কার হলেও আজ কেউ খোঁজ নেয় না তার বংশধরদের।
জুলফিকার মোল্যা