স্থানীয় সূত্রে জানাযায়, এদিন সকাল এগারোটা নাগাদ গোসাইপুর এলাকায় দেগঙ্গা-হাড়োয়া রোডের উপর অচৈতন্য অবস্থায় বছর ৫০ এক ব্যক্তিকে রাস্তার উপর পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার ধার থেকে সরিয়ে নিয়ে গিয়ে, এরপর খবর দেওয়া হয় দেগঙ্গা থানায়। পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। অসুস্থ ব্যক্তির ছেলের দাবি, সকাল আটটা নাগাদ অপরিচিত কোনও এক ব্যক্তি বেড়াচাঁপায় যাবেন বলে টোটোটি রিজার্ভ করেন। তারপরই হয়ত খাবারের সাথে মাদক জাতীয় কিছু মিশিয়ে খাইয়ে বেহুঁশ করে দিয়ে রাস্তায় ফেলে রেখে টোটো নিয়ে চম্পট দিয়েছে।
advertisement
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ। পাশাপাশি টোটো রিজার্ভ করা ব্যক্তির খোঁজ শুরু করেছে পুলিশ। ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। এর আগেও পুলিশি নিরাপত্তা নিয়ে এলাকাবাসীর মধ্যে দেখা গিয়েছিল ক্ষোভ। পুলিশ গাড়ি টহল দিলেও, এলাকায় চুরি ছিনতাই এর ঘটনা ক্রমশই বেড়ে চলছে দিন দিন। স্থানীয় প্রশাসন এর পক্ষ থেকেও পুলিশকে সজাগ হওয়ার আবেদন জানানো হয়েছে বলেও জানান স্থানীয় বাসিন্দারা। টোটো চালককে অজ্ঞান করে টোটো ছিনতাই এর ঘটনায় আবারও সেই প্রশ্নই তুলে দিল।
রুদ্র নারায়ন রায়