তাই ঠিক করে ফেলেন বাইক নিয়ে যদি নব বারাকপুর লেখা ব্যানার বা স্টিকার লাগিয়ে যাওয়া যায়, তাহলে অনেকের কাছে তা দৃষ্টি আকর্ষণ করবে, পাশাপাশি, নব বারাকপুর শহর পরিচিত হয়ে উঠবে।একই সাথে রাজ্য সরকারে প্লাস্টিক বর্জন, সেভ ড্রাইভ সেফ লাইফ, বৃক্ষরোপণ সহ পরিবেশ সচেতনতায় নানা বার্তা তুলে ধরবেন প্রচারের মাধ্যমে বলেও জানান প্রতীক রক্ষিত।
advertisement
টোটো চালিয়ে যত সামান্য রোজগার থেকে টাকা জমিয়েই তাঁর এই স্বপ্নপূরণের চেষ্টা। স্থানীয় বাসিন্দারাও তাঁর এই কাজকে স্বীকৃতি জানিয়ে হাতে তুলে দিয়েছেন সাধ্যমত অর্থ। বাইকে করে লাদাখ পৌঁছাতে বেশ কয়েকদিন সময় লাগবে বলেও জানান প্রতীক। পথে চলার ক্ষেত্রে প্রয়োজনীয় জিনিসপত্রও সাধ্যমত সঙ্গে নিয়েছেন তিনি। কিন্তু জেদ একটাই 'আমার শহর নিউ ব্যারাকপুর' কে একনামে চিনতে পারেন সকলে সেই বার্তা তুলে ধরা।
advertisement
রুদ্র নারায়ন রায়
Location :
First Published :
July 07, 2022 9:06 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বাইক নিয়ে নিউ ব্যারাকপুর টু লাদাখ! শহর চেনাতেই যাত্রা শুরু টোটো চালকের!