বারাসত স্টেশনের রেলওভার ব্রিজ ভিড়ের চাপে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অতিক্রম করতে সময় লেগে যায় প্রায় ৪৫ মিনিট। ঘটনায় অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। বারাসতের কালীপুজো প্যান্ডেল গুলিতে ও এদিন ভিড় ছিল প্রচুর সংখ্যক মানুষের। প্রাকৃতিক দুর্যোগের কারণে আগুয়ান সংঘের সুউচ্চ কালী প্রতিমা সহ মণ্ডপ দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু কাল মণ্ডপ খুলে দেওয়ার পরই ভিড় লক্ষ্য করা যায় এই প্যান্ডেলেও। রাত জেগে চলে ঠাকুর দেখার পালা। জেলার পাশাপাশি দূর দূরান্ত থেকে মানুষ এসেছিলেন বারাসতের কালীপুজো দেখতে। ভিড়ের চাপে হাসপাতালে পৌঁছানোর জন্য রাস্তায় রোগী সহ অ্যাম্বুলেন্সকেও দাঁড়িয়ে যেতে দেখা যায়।
advertisement
আরও পড়ুন: লরির তেল চুরি করতে আসে চোরের দল! চালক টের পেতেই ঘটল মজার ঘটনা
এবার বারাসতের কালিপুজোর অন্যতম আকর্ষণ মা আসছে লিফটে করে। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে মঙ্গলবার বিকেল থেকে জনসমুদ্র বারাসতের সন্ধানী ক্লাবের লিফটের কালী দেখতে। বিশাল পাহাড়ের বুক চিরে মা কালী ১৪ ফুট চওড়া লিফটে করে নীচে নেমে আসছে দর্শনার্থীদের দর্শন দিতে। সেই মা কালীর একবার দর্শন পেতে মানুষ উপচে পড়েছে দর্শনার্থীরা। পুজোর দিন প্রাকৃতিক দুর্যোগের জন্য কিছুটা দর্শনার্থীদের ভিড় কম হলেও, প্রাকৃতিক দুর্যোগ কাটতেই বারাসতের সন্ধানী ক্লাবে নেমে আসে মানুষের সুনামি।
বারাসত নবপল্লী সার্বজনীনের এবারের কালীপুজোর থিম কেদারনাথ দর্শন করতেও মানুষের জনজোয়ার। বারাসতে বড় পুজোগুলির মধ্যে অন্যতম এটি। একাধিক নজরকাড়া থিমের পুজোর মধ্যে দর্শনার্থীদের লিস্টে কেদারনাথ অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেও, অভিযোগ প্রশাসনের অতিরিক্ত তৎপরতায় ভালভাবে মণ্ডপ দর্শন করতে পারছে না দর্শনার্থীরা। মণ্ডপের ভিতরে প্রবেশ করে কয়েক সেকেন্ডও দাঁড়াতে দেওয়া হচ্ছে না। ভিড় সামাল দিতে পুলিশের এই প্রক্রিয়ায় ক্ষুব্ধ দূর-দূরান্ত থেকে আসা অগণিত দর্শনার্থীরা। প্রশ্ন উঠছে যেখানে আগে থেকে এত পরিকল্পনা করা হল, সেখানে অতিরিক্ত ভিড়-ই কি সব ভেস্তে দিল!
রুদ্র নারায়ণ রায়