আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই নিম্নচাপের জেরে জেলার অন্যান্য জায়গার মতোই সন্দেশখালিতেও ছিল মেঘাচ্ছন্ন আকাশ। মাঝেমধ্যে হালকা বৃষ্টি হচ্ছিল। কিন্তু, এদিন বিকেলে হঠাৎ মাত্র কুড়ি সেকেন্ডের টর্নেডো ঝড়ে তছনছ হয়ে গেল সব। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এলাকার প্রায় ৩০ টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোন বাড়ির এজবেস্টার এর চাল উড়ে গিয়েছে আবার কোথাও কাঁচা বাড়ি উড়ে পুকুরের মধ্যে গিয়ে পড়েছে। বহু বড় বড় গাছ ভেঙে পড়ে রয়েছে রাস্তার উপর। এমনকি, উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রায় তিনটি ইলেকট্রিক পোস্ট ভেঙে পুরো এলাকা জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
advertisement
আরও পড়ুন: অনু্ব্রতর রাইস মিলে কারচুপি! খাদ্য দফতরের কাছে হিসেব জানতে চাইল সিবিআই
টর্নেডো হওয়ার কিছুক্ষণ পর থেকেই রাতভর চলেছে ভারী বৃষ্টি। মাথার উপর বাড়ির এডবেস্টারের ছাদভাঙ্গা, ছাউনি উড়ে যাওয়া ঘর গুলোতে এখন কিভাবে থাকবেন তারা এই ভারী বর্ষায়, তা নিয়েই চিন্তায় পড়ে গিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকেরা।এই প্রসঙ্গে সন্দেশখালি এক নম্বর ব্লকের বিডিও সুপ্রতিম আচার্য বলেন,' টর্নেডো ঝড়ে বেশ কয়েকটি বাড়ি ভেঙে গিয়েছে। প্রতিনিধি পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের আপাতত ত্রিপল দেওয়া হয়েছে। জেলার নির্দেশ মতো ক্ষতিগ্রস্তদের সাহায্য দেওয়া হবে। সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো জানান, 'ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে রয়েছি। কিছু শুকনো খাবার দেওয়া হয়েছে। রান্না করা খাবার দেওয়ার জন্য আমরা প্রস্তুতি শুরু করেছি।
রুদ্র নারায়ন রায়






