TRENDING:

North 24 Parganas News | Panchayat Election 2023: উলোট-পুরাণ! ভোরে উঠে লোকের জমিতে লাঙল! পঞ্চায়েত প্রধানের কাজ জানলে অবাক হবেন!

Last Updated:

North 24 Parganas News | Panchayat Election 2023: সকাল হতেই দেখা যায় গামছা হাতে লাঙল ও গরু নিয়ে অন্যের জমিতে গিয়ে কাজ করেন তিনি!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: উলট-পুরান! লোকের জমিতে লাঙল দিয়ে দিন গুজরান পঞ্চায়েত প্রধানের৷ রাজ্যে শাসকদলের নেতা-কর্মীরা যখন একাধিক দুর্নীতিতে বিদ্ধ তখন সুন্দরবনে উল্টো ছবি। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত সুন্দরবনের রুপমারি গ্রাম পঞ্চায়েত বছর ৫২ এর সনাতন সর্দার।১৯৯৮ সাল থেকে তৃণমূলের একনিষ্ঠ কর্মী তথা দক্ষ সংগঠক হিসেবে পরিচিত। কখনও অঞ্চল সভাপতি আবার কখনও হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দায়িত্ব সামলিয়েছেন সততার সঙ্গে।
advertisement

এলাকায় সনাতন মানেই দিবারাত্র পরিষেবা পাবে মানুষ এমনটাই বলছেন গ্রামবাসীরা। আয়লা, আমফান ও ইয়াসের মতো বিপদেও ছুটে গিয়েছেন এলাকার মানুষের জন্য। কিন্তু তাঁর নিজের কয়েক কাটা ফসলের জমি নিয়ে তার নিজস্ব সম্পত্তি। স্ত্রী সুমিত্রা সর্দার, বছর ১২ এর মেয়ে ও ৭ বছরের ছেলেকে নিয়ে চারজনের পরিবার। তাঁর স্ত্রী এখনও কাঠের জালে রান্না করেন প্রতিদিনকার মতো।

advertisement

আরও পড়ুন: রাতের অন্ধকারে মৃত হরিণের মাংস ছিঁড়ে খাচ্ছে নগ্ন দুই মহিলা! ভাইরাল সিসিটিভি ফুটেজ

নিজের অল্প জমি, তাই সকাল হতেই দেখা যায় গামছা হাতে লাঙল ও গরু নিয়ে অন্যের জমিতে গিয়ে কাজ করেন। পাশাপাশি নিজের জমিতে কিছু সবজি ফসল তৈরি করেন। পঞ্চায়েতের নির্ধারিত সময় হলে সাড়ে দশটায় তিনি গিয়ে পঞ্চায়েতে মানুষের পরিষেবা দিতে বদ্ধপরিকর। এভাবেই দীর্ঘ পাঁচ বছর ধরে তিনি মানুষের সনাতন হয়ে বেঁচে রয়েছেন।

advertisement

View More

আরও পড়ুন:

আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ভগবান ও সৎ ব্যক্তি। যে কোন বিপর্যয় যেকোনো শংসাপত্র থেকে শুরু করে সরকারি বিভিন্ন প্রকল্প সুবিধা নিয়ে মানুষের দুয়ারে হাজির হন। যেখানে শাসক দল একাধিক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। ঠিক পঞ্চায়েত নির্বাচনের আগে তখন এই ছবি আরও একেবারে প্রত্যন্ত সুন্দরবনের মানুষের কাছে সনাতন হয়ে উঠেছে সততার মূর্ত প্রতীক। সনাতন বাবু জানালেন, “আমি পদে থাকি আর না থাকি আদর্শ মেনে মানুষের কাজ করে যাব এটাই আমার মূল মন্ত্র। একদিকে জীবিকা নির্ভর করব, অন্যদিকে মানুষের পরিষেবা দিয়ে যাব।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News | Panchayat Election 2023: উলোট-পুরাণ! ভোরে উঠে লোকের জমিতে লাঙল! পঞ্চায়েত প্রধানের কাজ জানলে অবাক হবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল