রাতভর ছেলে বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়ে সানুর বাবা-মা ও পরিবারের অন্য সদস্যরা।বুধবার হালিশহর থানায় নিখোঁজ ডায়েরি করে সানুর পরিবার। এর মধ্যেই বন্ধু অনিকেত সানুর খোজ করতে তার বাড়িতে গেলে তখনই প্রশ্ন করেন সানুর বাবা।
আরও পড়ুন: বয়স যতই বাড়ুক, যৌবন থাকবে রঙিন! ত্বক হবে বলি স্টারদের মতো! সকালে খান এই বাদাম!
advertisement
আরও পড়ুন:
অবশেষে আজ নৈহাটি ফেরিঘাট থেকে সানুর মৃতদেহ উদ্ধারের পরপরই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। বিষয়টি নিয়ে বন্ধু অনিকেতকে সন্দেহের তালিকায় রাখছেন সানুর বাবা ও দাদা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হালিশহর থানার পুলিশ। পরিবারের লোক প্রথমে নিখোঁজ ডায়ারি করে পরে তাদের সন্দেহ হয় তারই এক বন্ধু এর দিকে। এরপর বন্ধুকে জিজ্ঞাসা করা হয় সে কিন্তু অসম লগ্ন কথাবার্তা বলতে থাকে এটি সন্দেহ হয় পরিবারের এই বিষয়টি থানার পুলিশকে জানানো হয়েছে। পরিবারের শোকের ছায়া। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
অরুণ ঘোষ