TRENDING:

North 24 Parganas News: মেক্সিকান-সিলেকশান ঘাস বিক্রি করেই লাখপতি কৃষকেরা

Last Updated:

মেক্সিকান- সিলেকশান ঘাস বিক্রি করেই লাখপতি চাষীরা, সকলেই ঝুকছেন এই চাষে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা:  ছাদ বাগান থেকে বাড়ির সৌন্দর্যায়নে জন্য প্রয়োজন বেড়েছে এই বিশেষ ঘাসের। রাজারহাট ব্লকের চাঁদপুর, পাথরঘাটা, রাজারহাট বিষ্ণপুরের গ্রাম পঞ্চায়েত এলাকায় গেলেই চোখে পড়বে দিগন্ত বিস্তৃত সবুজ ঘাসের ছবি। চাষিরা মহানন্দে মেক্সিকান ঘাস, সিলেকশান ঘাসের চাষ করছেন। সেই ঘাস বিক্রি করে মোটা টাকা ঘরেও আনছেন। অন্য যে কোন ফসল, সব্জি ছেড়ে কেবল ঘাস চাষেই মজেছেন রাজারহাটের চাষিরা। কারণ এই ঘাস চাষ ঝুঁকিহীন ও লাভদায়ক। ঘাস চাষ করেই ওই এলাকার চাষীরা এখন লাখপতি।
মেক্সিকান ঘাস
মেক্সিকান ঘাস
advertisement

শিখরপুরের মাঠেই দেখা মিলল উজির আলির। বছর তিরিশের উজির জলের পাইপ নিয়ে সিলেকশান ঘাসের জমিতে জল দিচ্ছিলেন। কাজ করতে করতে তিনি জানালেন, ‘১৩ বছর ধরে শুধু ঘাস চাষ করছি। আমার কাকা, জ্যাঠারাও এই চাষ করেন। সারাবছরই ঘাস চাষ করা যায়। ঝড়, বৃষ্টি, খারাপ আবহাওয়াতেও ঘাসের কোন ক্ষতি হয়না।

সারা ভারতবর্ষ তো বটেই, বিদেশেও এর চাহিদা আছে। ঘাস চাষ করেই আমাদের রুটি রুজি চলে।’ উজির আরও জানালেন, এক বিঘা জমিতে সিলেকশান ঘাস চাষ করতে দু হাজার টাকার মত মাটি, পাঁচ হাজার টাকার প্ল্যাস্টিক, ছ’হাজার টাকার সার এবং সাত হাজার টাকার মত শ্রম খরচা হয়। সবমিলিয়ে বিশ হাজার টাকার মত খরচ। দু সপ্তাহের মধ্যেই সেই ঘাস কমপক্ষে পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হয়।

advertisement

আরও পড়ুন: Cyclonic Circulation Update: ঘূর্ণাবর্ত নিম্নচাপে ডবল ধামাকা! মঙ্গলবার নিম্নচাপের খেলা হবে, রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টিপাত, কমবে তাপমাত্রা

View More

আরও পড়ুন: Shatruhanta Yoga In Kanya: কন্যাতে শক্তিশালী শত্রুহন্তা রাজযোগ! ৩ রাশি বলে বলে ছক্কা হাঁকাবে! হঠাৎ করে প্রচুর টাকা হাতে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা উপচে পড়বে

নার্সারীর চাষিরা আড়াই বাই চার ফুট অর্থাৎ ১০ ফুটের ছোট ছোট কার্পেট তৈরি করেন। সেগুলিই রোল করে বড় বান্ডিল করে তা গাড়ি বোঝাই হয়ে ভিন রাজ্যে চলে যায়। যা বিক্রি হয় চড়া দামে। মাঠ থেকে যে কার্পেট সরাসরি তিন থেকে চার টাকা বর্গফুট দরে পাইকারি বিক্রি হচ্ছে, তা রিটেলে বিক্রি হচ্ছে দশ টাকা বর্গফুট দরে। তাই অনেকেই এখন মজেছেন এই বিশেষ ঘাস চাষে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মেক্সিকান-সিলেকশান ঘাস বিক্রি করেই লাখপতি কৃষকেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল