TRENDING:

North 24 Parganas News: ভালোবাসার মানুষের 'আবদার' মিটিয়ে চরম পরিণতি! নাবালিকার নগ্ন ছবি ভাইরাল করল 'প্রেমিক'!

Last Updated:

ভালোবাসায় মনোমালিন্য, সোশ্যাল মিডিয়ায় প্রেমিকার নগ্ন ছবি ভাইরাল করে ধৃত প্রেমিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: ভালোবাসার মানুষকে বিশ্বাস করে চরম বিপদে প্রেমিকা। বিশ্বাস করে নিজের নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালোবাসার মানুষকে পাঠায় প্রেমিকা। সম্পর্কে মনোমালিন্য হতেই, নাবালিকার সেই নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।
advertisement

পুলিশ সূত্রে জানা যায়, বসিরহাটের ন‍্যাজাট থানার বয়ারমারি দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের হুলোপাড়ার বাসিন্দা ১৬ বছরের এক নাবালিকার সঙ্গে হাসনাবাদ থানার ভবানীপুরের বাসিন্দা বছর কুড়ির, পেশায় মিস্ত্রি রাকিবুল কয়ালের সঙ্গে বেশ কিছুদিন আগে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারপর একাধিকবার ফোন এবং ভিডিও কলে তাদের আলপচারিতা এগোতে থাকে। দুজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠলে যুবক একাধিকবার ওই নাবালিকাকে অশ্লীল ও নগ্ন ছবি পাঠাতে বলে। এমনকি ভিডিও কলের মাধ্যমেও ওই নাবালিকাকে নগ্ন অবস্থায় দেখার আবদার করে সে।

advertisement

আরও পড়ুন: আবহাওয়ার চরম 'ভোলবদল' বঙ্গে শুক্রবার থেকেই! বড়দিনের আগেই কী হতে চলেছে কলকাতায়? হাওয়া অফিসের বড় আপডেট

ভালোবাসার মানুষের সেইসব 'আবদার' মেটায় নাবালিকা। তবে, কিছুদিন আগে তাদের পরষ্পরের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এরপর দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে। প্রতিশোধ নিতে রাকিবুল একাধিক সোশ্যাল মিডিয়ায় ওই নাবালিকার অশ্লীল ও নগ্ন মুহূর্তের ছবি ছড়িয়ে দেয় বলে অভিযোগ। বিষয়টির কথা জানতে পেরেই নাবালিকা পরিবারের কাছে পুরো বিষয়টি জানায়।

advertisement

View More

আরও পড়ুন: সাবধান! সোনা পালিশ করাতে বাড়িতে কারা? মুহূর্তে সর্বস্বান্ত হয়ে যেতে পারেন 'এইভাবে'! জানুন...

সমস্ত বিষয় জানার পর, নাবালিকার বাবা ন‍্যাজাট থানায় রাকিবুল কয়ালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ন‍্যাজাট থানার পুলিশ ভবানীপুরের বাড়ি থেকে গ্রেফতার করে অভিযুক্ত যুবককে। নাবালিকা প্রেমিকা অভিযুক্ত যুবকের শাস্তির দাবি জানিয়েছেন।

advertisement

রুদ্র নারায়ন রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ভালোবাসার মানুষের 'আবদার' মিটিয়ে চরম পরিণতি! নাবালিকার নগ্ন ছবি ভাইরাল করল 'প্রেমিক'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল