পুলিশ সূত্রে জানা যায়, বসিরহাটের ন্যাজাট থানার বয়ারমারি দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের হুলোপাড়ার বাসিন্দা ১৬ বছরের এক নাবালিকার সঙ্গে হাসনাবাদ থানার ভবানীপুরের বাসিন্দা বছর কুড়ির, পেশায় মিস্ত্রি রাকিবুল কয়ালের সঙ্গে বেশ কিছুদিন আগে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারপর একাধিকবার ফোন এবং ভিডিও কলে তাদের আলপচারিতা এগোতে থাকে। দুজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠলে যুবক একাধিকবার ওই নাবালিকাকে অশ্লীল ও নগ্ন ছবি পাঠাতে বলে। এমনকি ভিডিও কলের মাধ্যমেও ওই নাবালিকাকে নগ্ন অবস্থায় দেখার আবদার করে সে।
advertisement
ভালোবাসার মানুষের সেইসব 'আবদার' মেটায় নাবালিকা। তবে, কিছুদিন আগে তাদের পরষ্পরের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এরপর দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে। প্রতিশোধ নিতে রাকিবুল একাধিক সোশ্যাল মিডিয়ায় ওই নাবালিকার অশ্লীল ও নগ্ন মুহূর্তের ছবি ছড়িয়ে দেয় বলে অভিযোগ। বিষয়টির কথা জানতে পেরেই নাবালিকা পরিবারের কাছে পুরো বিষয়টি জানায়।
সমস্ত বিষয় জানার পর, নাবালিকার বাবা ন্যাজাট থানায় রাকিবুল কয়ালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ন্যাজাট থানার পুলিশ ভবানীপুরের বাড়ি থেকে গ্রেফতার করে অভিযুক্ত যুবককে। নাবালিকা প্রেমিকা অভিযুক্ত যুবকের শাস্তির দাবি জানিয়েছেন।
রুদ্র নারায়ন রায়