এলাকার মহিলারা মিলে উদ্যোগী হয়েই করেন এই পুজো। নেই শব্দ দানবের যন্ত্রণা, চিৎকার চেঁচামিচির বদলে এখানে সুরে সুর মিলিয়ে হাতে তালি দিয়েই চলছে মনোরঞ্জন। পুজোর দিন উপোস করে রাত জেগে থাকলেও বিন্দুমাত্র ক্লান্তি লক্ষ্য করা যাচ্ছে না এলাকার মহিলাদের মধ্যেও। তাদের সাথেই তাল মিলিয়ে আনন্দে মেতে থাকতে দেখা যাচ্ছে এলাকার কচিকাঁচাদেরও।
advertisement
ম্যাডক্স স্কয়ারের ধাঁচে মহিলাদের এই আনন্দ দেখে আগত দর্শনার্থীরা ও বসে যাচ্ছেন আড্ডা দিতে। প্যান্ডেল হপিং এর মাঝেও একটু জিরিয়ে নিচ্ছেন। পরিবেশবান্ধব এই পুজোকে ঘিরেই কয়েকদিন মেতে থাকেন এলাকার সকল মহিলা সহ বাসিন্দারা। সারাবছর বাঁচার রসদ যোগায় পূজোর এই আনন্দই বলছেন পুজো উদ্যোক্তা মহিলারাই। পুজোর ক'দিন ভিড় এড়িয়ে, নিজেদের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ খাওয়া-দাওয়া হাসিঠাট্টা করেই কাটে মহিলাদের নিবেদিতা সরণীর কালীপুজো।
রুদ্র নারায়ণ রায়