সুন্দরবনের কোল ঘেঁষে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এক প্রত্যন্ত গ্রাম কুমারপুকুর। আরে কুমারপুকুর গ্রামের বেদশ্রি কালীমন্দিরকে ঘিরে আছে এক প্রাচীন ইতিহাস। কথিত আছে, অলি চৌধুরী নামে এক ব্যক্তি ব্যক্তি মাছ ধরতে গিয়ে জালে পেয়েছিলেন আবার কেউ কেউ বলেন জঙ্গলে এক সময় কালি মাতাকে দেখতে পেয়েছিল। তারপর স্বপ্নাদেশে পুজো করার আদেশ পান।
advertisement
তারপর ওই কালী মন্দিরের পিছনে একটি বেত বাগানে পূজার্চনা শুরু করেন। অলি চৌধুরীর বয়স হয়ে গেলে পূজার্চনার এই সময় দায়ভার গ্রহণ করেন প্রাণ কৃষ্ণ আচার্য নামে ব্রাহ্মণ। তবে কালি পূজা উপলক্ষ্যে প্রতিবছর বাংলা সনের মাঘ মাসের শেষ শনিবার কালি মাতার বিগ্র স্থাপিত হয় এবং এই মেলার উদ্বোধন হয়।
এলাকার প্রায় ৮০ শতাংশ মানুষ ইসলাম ধর্মাবলাম্বী কিন্তু কালীপূজা উপলক্ষ্যে মেলায় হিন্দু-মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে মেতে ওঠে এই মেলায়।
জুলফিকার মোল্যা