কারোর কাছ থেকে দেড় লক্ষ কারোর থেকে দু'লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে জানান চাকরি প্রাথীরা। এমনকি এক পরিবারের দুই ছেলের চাকরির জন্য সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে গত একবছর আগে বলে অভিযোগ। দীর্ঘ এক বছরের উপর চাকরি না পেয়ে এদিন চাকরি প্রার্থীরা ঘেরাও করেন অভিযুক্তর বাড়ি। বিক্ষোভ দেখানোর পাশাপাশি বাড়ির সামনেই অবস্থান বিক্ষোভ করতে দেখা যায় প্রতারিত চাকরি প্রার্থীদের। অভিযুক্ত যুবকের নাম সুদীপ্ত দাস।
advertisement
আরও পড়ুন: আম বাগানে বসে জ্যাঠা! ভয়াবহ ভাবে কুপিয়ে খুন করল ভাইপো! আতঙ্ক এলাকায়
তার আরো এক পার্টনার ছিল বলেও জানা যাচ্ছে যার নাম মোহাম্মদ সাহবাস বা সাইবাস। পর্ণশ্রীতে এই সংস্থার একটি অফিস ছিল বলেও জানা যাচ্ছে। প্রতারিতরা ইতিমধ্যেই পর্ণশ্রী থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বলেও জানায়। এই ঘটনায় এদিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অশোকনগর স্পিনিং মিল এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অশোকনগর থানার পুলিশ ও অশোকনগর কল্যাণগড় পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের স্থানীয় জনপ্রতিনিধি শম্পা চক্রবর্তী। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর অবশ্য পুলিশের উপস্থিতিতে দরজা খোলেন অভিযুক্তর পরিবার।পুলিশ প্রশাসন দুইপক্ষেরই বক্তব্য শোনেন। চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার পরিবর্তে যে নথি দেওয়া হয়েছে তার যথাযথ সত্যতা যাচাই করা হবে, তারপরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।
রুদ্র নারায়ন রায়