TRENDING:

North 24 Parganas News: ফের চক্রান্ত! মার্চেন্ট নেভিতে চাকরি দেওয়ার নামে কোটি টাকার প্রতারণা!

Last Updated:

North 24 Parganas News: কারও কাছ থেকে ১ লাখ, কারও থেকে ২ লাখ টাকা তোলে ওই ব্যক্তি! বছর কেটে গেলেও মেলা না চাকরি! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: ফের রাজ্যে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। কোটি টাকা আত্মসাৎ। মার্চেন্ট নেভিতে চাকরি দেওয়ার নাম করে কোটি টাকা তোলার অভিযোগ উঠল অশোকনগরের এক যুবকের বিরুদ্ধে। ভিন রাজ্যের পাশাপাশি এ রাজ্যের বিভিন্ন জেলায় চাকরি প্রার্থীদের কাছ থেকে মার্চেন্ট নেভিতে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। চাকদা, রানাঘাট, কেরালা, কাঁচড়াপাড়া সহ প্রায় ৫০ জন প্রার্থীদের থেকে টাকা নেওয়া হয় বলে জানা গিয়েছে।
advertisement

কারোর কাছ থেকে দেড় লক্ষ কারোর থেকে দু'লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে জানান চাকরি প্রাথীরা। এমনকি এক পরিবারের দুই ছেলের চাকরির জন্য সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে গত একবছর আগে বলে অভিযোগ। দীর্ঘ এক বছরের উপর চাকরি না পেয়ে এদিন চাকরি প্রার্থীরা ঘেরাও করেন অভিযুক্তর বাড়ি। বিক্ষোভ দেখানোর পাশাপাশি বাড়ির সামনেই অবস্থান বিক্ষোভ করতে দেখা যায় প্রতারিত চাকরি প্রার্থীদের। অভিযুক্ত যুবকের নাম সুদীপ্ত দাস।

advertisement

আরও পড়ুন: আম বাগানে বসে জ্যাঠা! ভয়াবহ ভাবে কুপিয়ে খুন করল ভাইপো! আতঙ্ক এলাকায়

তার আরো এক পার্টনার ছিল বলেও জানা যাচ্ছে যার নাম মোহাম্মদ সাহবাস বা সাইবাস। পর্ণশ্রীতে এই সংস্থার একটি অফিস ছিল বলেও জানা যাচ্ছে। প্রতারিতরা ইতিমধ্যেই পর্ণশ্রী থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বলেও জানায়। এই ঘটনায় এদিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অশোকনগর স্পিনিং মিল এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অশোকনগর থানার পুলিশ ও অশোকনগর কল্যাণগড় পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের স্থানীয় জনপ্রতিনিধি শম্পা চক্রবর্তী। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর অবশ্য পুলিশের উপস্থিতিতে দরজা খোলেন অভিযুক্তর পরিবার।পুলিশ প্রশাসন দুইপক্ষেরই বক্তব্য শোনেন। চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার পরিবর্তে যে নথি দেওয়া হয়েছে তার যথাযথ সত্যতা যাচাই করা হবে, তারপরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রুদ্র নারায়ন রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ফের চক্রান্ত! মার্চেন্ট নেভিতে চাকরি দেওয়ার নামে কোটি টাকার প্রতারণা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল