স্থানীয় সূত্রে জানা যায়, প্রাচীন এই মন্দিরে প্রতিবছরই ধুমধাম করে পালিত হয় দোল উৎসব। তবে এবছর করোনার প্রভাব কাটিয়ে অনেকটাই জাঁকজমক হচ্ছে অনুষ্ঠান। নদীয়ার শান্তিপুর, বৃন্দাবন থেকেও বৃহন্নলারা এসেছেন এই অনুষ্ঠানে যোগ দিতে। ১৪ বছর ধরেই এই মন্দিরের পুজোর দায়িত্বে রয়েছেন দিলীপ রায় ও পঙ্কজ মজুমদার।
আরও পড়ুন- বিরল নজির! ভেন্টিলেশনে থাকা প্রসূতিকে সুস্থ করলেন চিকিৎসকেরা
advertisement
এদিন সুবিশাল এক শোভা যাত্রার মধ্যে দিয়ে চলে অনুষ্ঠান। এবারের অনুষ্ঠানের মূল আকর্ষণই ছিল বৃন্দাবনের বৃহন্নলারা। এছাড়াও, এলাকার ছোট ছোট শিশুদের কৃষ্ণ রাধা গোবিন্দ সাজিয়ে ঘোড়ার গাড়িতে বসিয়ে চলে নগর পরিক্রমা।সঙ্গে চলে হরিনাম সংকীর্তন।
আরও পড়ুন- অ্যাডিনোভাইরাসের সচেতনতার বার্তা নিয়ে প্রাণের বসন্ত উৎসব বসিরহাটে
প্রচুর মহিলারাও এই শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। বৃহন্নলাদের নৃত্যানুষ্ঠান দেখতে রাস্তার দুপাশে ভিড় জমিয়েছিলেন স্থানীয় মানুষরা। বিশেষ ভোগেরও ব্যবস্থা ছিল এই অনুষ্ঠানে। আর ভক্তদের জন্যও প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানানো হয় মন্দির কমিটির তরফ থেকে। এখনও দুদিন চলবে এই অনুষ্ঠান।
Rudra Narayan Roy