TRENDING:

North 24 Parganas News: জ্যোতি বসুর নামে হবে রিসার্চ সেন্টার! অর্থ সংগ্রহের জন্য মানুষই ভরসা! পথে নামলেন সমর্থকরা!

Last Updated:

North 24 Parganas News: জ্যোতি বসুর নামে হবে রিসার্চ সেন্টার ! টাকা সংগ্রহের জন্য পথে নামলেন সমর্থকরা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে স্মরণে রেখে তৈরি হতে চলেছে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ এন্ড রিসার্চ সেন্টার। আর এই নির্মাণের কারণে গণ অর্থ সংগ্রহে পথে নামতে দেখা গেল বরানগরের এক বিশেষ রাজনৈতিক দলের সদস্যদের। সিপিআইএম বরানগর এরিয়া কমিটির উদ্যোগে এলাকার বিভিন্ন স্থানে এদিন নেতৃত্বেরা ঘুরে ঘুরে গণ অর্থ সংগ্রহ করেন।
advertisement

রাজারহাটে পাঁচ একর জমির উপর জ্যোতি বসুর নামাঙ্কিত রিসার্চ সেন্টার গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যেহেতু বরানগর থেকেই দীর্ঘদিন জ্যোতি বসু নির্বাচিত হয়ে বিধানসভায় গেছেন, তাই এই এলাকার জনগণের চোখে জ্যোতি বসু এক অন্য মানুষ। জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ এন্ড রিসার্চ সেন্টার করে উঠলে, তাতে থাকবে, কনভেনশন সেন্টার, মুক্ত মঞ্চ, সেমিনার হল সহ বাম আন্দোলন নিয়ে সংগ্রহশালা ও গবেষণা কেন্দ্র। এই বিশেষ রাজনৈতিক দলের দীর্ঘদিনের কর্মকাণ্ডের নানা নিদর্শন তুলে ধরা হবে সেখানে। থাকবে লাইব্রেরিও।

advertisement

আরও পড়ুন: জেল থেকে পালালো ডাকাত ভুবন! সঙ্গে আরও দুই! কাঁকসার জঙ্গলে ভয়াবহ ঘটনা!

গণ অর্থ সংগ্রহের এদিনের কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, রবিন দেব, ডাক্তার রামচন্দ্র ডোম, তন্ময় ভট্টাচার্য সহ জেলা এবং রাজ্য স্তরের নেতৃত্বরা। বরানগর সিপিএমের কর্মী সমর্থকেরা রাস্তায় পথ চলতি মানুষদের জ্যোতি বসুকে নিয়ে রিসার্চ সেন্টার গড়ার আবেদন জানিয়ে অর্থ সংগ্রহ করেন। সাধারণ মানুষের যার যেরকম সামর্থ্য তাই দান করতে দেখা যায়। টপিন রোড থেকে যে গণ অর্থ সংগ্রহ কাজ চলে সেখানে দেখাযায় সিপিআইএম পলিটবুড় সদস্য সূর্যকান্ত মিশ্র নিজে হাতে সাধারণ মানুষের কাছে গিয়ে অর্থ সংগ্রহ করছেন। এই রিসার্চ সেন্টার গড়ে উঠলে পরবর্তী সময়ে বামপন্থা নিয়ে আগ্রহীদের জ্ঞান সঞ্চয়ের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন বিশেষ এই রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

রুদ্র নারায়ণ রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: জ্যোতি বসুর নামে হবে রিসার্চ সেন্টার! অর্থ সংগ্রহের জন্য মানুষই ভরসা! পথে নামলেন সমর্থকরা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল