TRENDING:

Poila Baisakh || North 24 Parganas News: পয়লা বৈশাখে বসিরহাট পুরসভার বিরাট উদ্যোগ, 'এই' ভাবে আবর্জনা মুক্ত হবে সীমান্ত শহর

Last Updated:

প্রভাত ফেরির মধ্য দিয়ে ঝাড়ু চালিয়ে সীমান্ত শহরকে আবর্জনা মুক্ত করার অভিনব উদ্যোগ। সীমান্ত শহর বসিরহাটকে আবর্জনা ও জঞ্জাল মুক্ত করতে প্রভাত ফেরির সময় ঝাড়ু দিয়ে শহর পরিষ্কার করার অঙ্গীকার নিলেন বিধায়ক, চেয়ারম্যান ও কাউন্সিলররা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: প্রভাত ফেরির মধ্য দিয়ে ঝাড়ু চালিয়ে সীমান্ত শহরকে আবর্জনা মুক্ত করার অভিনব উদ্যোগ। সীমান্ত শহর বসিরহাটকে আবর্জনা ও জঞ্জাল মুক্ত করতে প্রভাত ফেরির সময় ঝাড়ু দিয়ে শহর পরিষ্কার করার অঙ্গীকার নিলেন বিধায়ক, চেয়ারম্যান ও কাউন্সিলররা।
advertisement

প্রায় দেড়'শ বছরের পুরনো ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বসিরহাট পৌরসভা। ইছামতির পাড়ে অবস্থিত শহরটিতে জনসংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে সীমান্ত ও সুন্দরবনের দশটি ব্লক সহ মোট তিন পৌরসভার বাসিন্দাদের মুখ্য প্রশাসনিক কাজের অন্যতম স্থান হল এই বসিরহাট।

আরও পড়ুন: গৃহবধূর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও প্রকাশের নাম করে ব্ল্যাকমেল! তারপরের ঘটনা অবাক করবে

advertisement

View More

প্রতিদিন হাজার হাজার মানুষ বসিরহাটের বিভিন্ন প্রান্ত থেকে তাদের কাজ নিয়ে বা কাজের সন্ধানে এই শহরে এসে নিজের বসতি গড়ছেন আবার কেউ কাজ মিটিয়ে চলেও যান। ফলে প্রতিদিন জমছে জঞ্জাল ও আবর্জনা। যার ফলে জেরবার হতে হচ্ছে বসিরহাটের সাধারণ মানুষকে। তাই সেই সমস্ত মানুষকে এক জঞ্জাল মুক্ত শহর উপহার দিতে অভিনব উদ্যোগ নিল বসিরহাট পৌরসভা।

advertisement

আরও পড়ুন: প্রায় ২০০ বছরের প্রাচীন মশলা মেলা! বছরভর ভাল ব্যবসার উদ্দেশে পয়লা বৈশাখে ভিড় জমান ব্যবসায়ীরা

নতুন বছরে প্রভাত ফেরির মধ্য দিয়ে হাতে ঝাড়ু নিয়ে নির্মল বন্ধুদের সঙ্গে  শহর পরিষ্কার করতে নামলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র সহ বসিরহাটের সাধারণ মানুষ। নতুন বছরের শুরু থেকেই এভাবেই লাগাতার এই কর্মসূচী চলবে বলে জানিয়েছেন তাঁরা।

advertisement

বিধায়ক ও চেয়ারম্যান সহ স্থানীয় জন প্রতিনিধিদের এইভাবে পথে নেমে শহর পরিষ্কার করতে দেখে স্বভাবতই অবাক সাধারণ মানুষও। বসিরহাট পৌরসভার পৌরপ্রধান অদিতি মিত্র বলেন, "ইতিমধ্যে পৌরবাসিদের সমস্ত রকম পরিষেবা দেওয়ার জন্য আমরা একটি ফোন নম্বর চালু করেছি। পাশাপাশি এবার থেকে নির্মল বন্ধুদের উৎসাহ দিতে সাধারণ মানুষকে শহর পরিষ্কার রাখার বার্তা দিতেই আমাদের এই উদ্যোগ। বছরভর এই কর্মসূচি গ্রহণ করা হবে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Poila Baisakh || North 24 Parganas News: পয়লা বৈশাখে বসিরহাট পুরসভার বিরাট উদ্যোগ, 'এই' ভাবে আবর্জনা মুক্ত হবে সীমান্ত শহর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল