জানা যায়, প্রথম ১৯৭১ সালে এক বিঘা জমির উপরে বসেই হাট। ঐতিহ্যবাহী বন্ধ থাকা এই হাট পুনরায় নিজেদের উদ্যোগে চালু করলেন গ্রামবাসীরা। হাট বন্ধ হয়ে যাওয়ার ফলে বিপাকে পরেন এই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। "শুক্রবারের হাট" নামে পরিচিত এই বিখ্যাত হাটটিতে একসময় প্রচুর মানুষের আনাগোনায় গমগম করত। প্রাকৃতিক দুর্যোগের ফলে সুন্দরবনের শেষ প্রান্তের সঙ্গে শহরের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। তারপর থেকে ধীরে ধীরে এই হাট তার অস্তিত্ব হারাতে শুরু করে। বর্তমানে চলতি বছরে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে নতুন কমিটি তৈরি করে এই শুক্রবারে হাট আবারও চালু করা হল। দক্ষিণ পারঘুমটি বিবেকানন্দ বাজার নাম হলেও, সকলে শুক্রবারের হাট নামেই চেনেন একে। পুনরায় ঐতিহ্যবাহী এই হাট চালু হওয়ায় খুশি সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ সহ ক্ষুদ্র ব্যবসায়ীরাও।
advertisement
আরও পড়ুন: আদালতে অনুব্রত মণ্ডলকে দেখেই ফুল-মালা নিয়ে ছুট এক ব্যক্তির! অবাক কাণ্ড ঘটালেন ব্যক্তি! জানুন
হাটে মিলছে শাক-সবজি, মাছ ও মুদিদ্রব্য থেকে শুরু করে জামা কাপড় এমনকি রকমারি মিষ্টি। স্থানীয় কালীতলা গ্রাম পঞ্চায়েত প্রধান দীপ্তি মণ্ডল, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ তুষারকান্তি মণ্ডল, হেমনগর কোস্টাল থানার ওসি মৃণাল রায় ও কালিতলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শ্যামল মণ্ডল সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন পুনরায় হাট চালু করার উদ্বোধনী অনুষ্ঠানে। পরবর্তীকালে আর কোনও কারণে যাতে এই হাট বন্ধ না হয়ে সে দিকে নজর হবে বলেও স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়। ঐতিহ্য মেলবন্ধনের শুক্রবারের হাট ফিরে পেয়ে খুশি সুন্দরবনবাসীরা।
রুদ্র নারায়ন রায়