ইতিমধ্যে যুবকের কামড়ে আহত কয়েকজনের জ্বর এসছে বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। অভিযুক্ত যুবকের বাড়ি ও প্রতিবেশী সূত্রে জানা যায় ওই যুবককে কয়েক বছর আগে কুকুরে কামড়ে ছিল। তারপর থেকে স্বাভাবিক থাকলেও হঠাৎই এ ধরনের ঘটনায় শোরগোল পড়েছে।
আরও পড়ুন: কাকিমার সঙ্গে ভাইপোর প্রেম! মাঝ রাস্তায় মেরে, চুল কেটে নেওয়া হল ওই মহিলার!
advertisement
স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। তবে যুবক পলাতক থাকায়, তাকে খুঁজতে পুলিশের দ্বারস্থ হওয়ার চিন্তা-ভাবনা করছেন এলাকাবাসীরা। স্থানীয় পঞ্চায়েত সদস্য গোটা বিষয়টি প্রশাসনের নজরে আনা হবে বলে জানিয়েছেন। এলাকার মানুষ আতঙ্কে প্রহর গুনছেন ওই যুবককে ঘিরে। বাড়ি থেকে বেরোনো কমিয়ে দিয়েছেন এলাকাবাসীরা বলে জানা গিয়েছে। যে এই গোটা কাণ্ডটি করে বেরাচ্ছে তার নাম সায়ন ব্যানার্জি, তার বাড়িতে গয়ে দেখা গেলো সে বাড়িতে নেই। তার মা জানান, সায়ন কাজে গিয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হচ্ছে আতঙ্ক।
রুদ্র নারায়ন রায়