পরিস্থিতি সামলদিতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে দায়িত্বে ছিলেন বারাকপুরের পুলিশ কমিশনার অলক রাজোরিয়া। কিন্তু শেষ মুহূর্তে বড়মাকে একবার দর্শন করতে হুড়োহুড়ি পড়ে যায়। গঙ্গার ধারের বাড়ি গুলির ছাদে কার্নিশ বেয়ে উঠতে শুরু করেন বহু মানুষ। সেই সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। সেই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎপৃষ্ট হন পেশায় রিকশাচালক জয়দেব মণ্ডল। স্থানীয়রাই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
advertisement
সেখানে চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে নৈহাটিজুড়ে। এবছর যেভাবে বড়মার পুজোয় মানুষ ভিড় করেছেন তা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছে বলেই দাবী প্রশাসন থেকে মন্দির কমিটির সকলেরই। নৈহাটি বড় কালী পূজা সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য জানান, এই ঘটনায় নৈহাটি বড়কালী পূজা সমিতির সকলেই শোকাহত। আমি নিজেও খুব ভেঙে পড়েছি। আগামীতে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে চেষ্ট থাকবে। স্থানীয় এলাকাবাসিন্দারা অবশ্য পুলিশের গাফিলতির কথাই বারংবার তুলে ধরছেন।
রুদ্র নারায়ণ রায়