TRENDING:

North 24 Parganas News: ২৫০টি বোতলে এসব কী ছিল? গোপনে চলছিল ভয়াবহ কাজ!

Last Updated:

North 24 Parganas News: লাখ লাখ টাকার বিষয়! সেই সঙ্গে ভয়ানক সর্বনাশ হতে চলেছিল। জানলে আতঙ্ক হবে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাটঃ সীমান্তে ১০ কেজি গাঁজা, ২৫০ বোতল ফেনসিডিল ও একটিবাইক উদ্ধার, বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা। বাংলাদেশের পাচারের মুহূর্তে প্রচুর গাঁজা, নিষিদ্ধ কাপ সিরাপ, বাইক উদ্ধার বিএসএফের হাতে, পলাতক পাচারকারী। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত ও বাংলাদেশ তারালি ও আমুদিয়া সীমান্তে দশ কেজি গাঁজা, মোটরবাইকে পাচার করছিল আড়াইশো বোতল ফেন্সিডিল।
উদ্ধার হওয়া গাঁজা ও ফেনসিডিল
উদ্ধার হওয়া গাঁজা ও ফেনসিডিল
advertisement

বাংলাদেশের পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা। সেই সময় সীমান্তে ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদেের সন্দেহ হয়। পাচারকারীকে ধাওয়া করলে বাইক ফেলে পালিয়ে যায় পাচারকারী। উদ্ধার হয়েছে আড়াইশো বোতল ফেনসিডিল যার বাজার মূল্য প্রায় কুড়ি হাজার টাকা। অন্যদিকে আমুদিয়া সীমান্তে চার প্যাকেট গাঁজা উদ্ধায় হয়েছে যার ওজন ১০ কিলো এবং বাজার মূল্য প্রায় ১লক্ষ ৮০ হাজার টাকা।

advertisement

আরও পড়ুন:  ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জাদুকর! যৌবন থাকবে টান-টান! শুধু জানতে হবে ব্যবহারের সঠিক পদ্ধতি

পাচারকারী সীমান্তে একটি গোপন আস্তানায় জড়ো করেছিল বাংলাদেশের পাচার করার জন্য। গোপন সূত্রে সীমন্ত রক্ষী বাহিনী কাছে খবর গেলে সেগুলো উদ্ধার করে সঙ্গে একটি বাইকও। উদ্ধার হওয়া গাঁজা, বাইক স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। নিষিদ্ধ কাপ সিরাপ সেগুলো তেতুলিয়া শুল্ক দত্তের হাতে তুলে দেওয়া হয়েছে। পাচারকারীর খোঁজে তল্লাশি শুরু করেছে ১১২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ২৫০টি বোতলে এসব কী ছিল? গোপনে চলছিল ভয়াবহ কাজ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল