বাংলাদেশের পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা। সেই সময় সীমান্তে ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদেের সন্দেহ হয়। পাচারকারীকে ধাওয়া করলে বাইক ফেলে পালিয়ে যায় পাচারকারী। উদ্ধার হয়েছে আড়াইশো বোতল ফেনসিডিল যার বাজার মূল্য প্রায় কুড়ি হাজার টাকা। অন্যদিকে আমুদিয়া সীমান্তে চার প্যাকেট গাঁজা উদ্ধায় হয়েছে যার ওজন ১০ কিলো এবং বাজার মূল্য প্রায় ১লক্ষ ৮০ হাজার টাকা।
advertisement
আরও পড়ুন: ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জাদুকর! যৌবন থাকবে টান-টান! শুধু জানতে হবে ব্যবহারের সঠিক পদ্ধতি
পাচারকারী সীমান্তে একটি গোপন আস্তানায় জড়ো করেছিল বাংলাদেশের পাচার করার জন্য। গোপন সূত্রে সীমন্ত রক্ষী বাহিনী কাছে খবর গেলে সেগুলো উদ্ধার করে সঙ্গে একটি বাইকও। উদ্ধার হওয়া গাঁজা, বাইক স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। নিষিদ্ধ কাপ সিরাপ সেগুলো তেতুলিয়া শুল্ক দত্তের হাতে তুলে দেওয়া হয়েছে। পাচারকারীর খোঁজে তল্লাশি শুরু করেছে ১১২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।
জুলফিকার মোল্যা