TRENDING:

North 24 Pargana News: ভাইপোর যৌনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে দিল জ্যেঠা, ছটফট করতে করতে মৃত্যু যুবকের

Last Updated:

মদ খাওয়ার প্রতিবাদ করায় যুবককে খুন হতে হল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: মদ খেয়ে অভব্য আচরণ! প্রতিবাদ করায় ভাইপোর গোপন অঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে দিল জ্যাঠা! রক্তক্ষরণে মৃত্যু হল  বছর ৪২-এর অলিপ সাহার। ঘটনাটি ঘটেছে বারাসতের পাল পাকুরিয়া এলাকায়।
তদন্তে পুলিশ
তদন্তে পুলিশ
advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্পর্কে ‘জ্যাঠা’ বলে ডাকা প্রতিবেশী সুভাষ বিশ্বাস দীর্ঘদিন ধরেই মদ খেয়ে চিৎকার-চেঁচামিচি করতো এলাকায়। এর জেরে নানা সময়ে এলাকার বহু মানুষের সঙ্গে তার অশান্তিও হতো। এদিন, সুভাষ বিশ্বাস মদ্যপান করে এসে প্রতিবেশী গোবিন্দ সাহার বাড়িতে গণ্ডগোল করছিলেন। বাবাকে গালিগালাজ করছে দেখে প্রতিবাদ করেন  অলিপ। থামাতে যান বছর ৬০-এর মদ্যপ সুভাষ বিশ্বাসকে। ঠিক তখনই সুভাষ বিশ্বাস তার হাতে থাকা একটি ছুরি দিয়ে অলিপের অন্ডকোষ এর নিচে আঘাত করে। আর্তনাদ করে ওঠে অলিপ। মুহূর্তে ছুটে আসেন  আশপাশের প্রতিবেশী বন্ধু-বান্ধবরাও। দেখেন, ততক্ষণে ছুরির আঘাতে শিরা কেটে  ভেসে যাচ্ছে অলিপের শরীর।

advertisement

স্থানীয়রা যুবককে উদ্ধার করে তাকে দ্রুত নিয়ে যায় বারাসত জেলা হাসপাতালে। চিকিৎসা শুরুর আগেই মৃত্যু হয় ওই যুবকের বলে জানান চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারাসত থানার পুলিশ। অভিযুক্ত সুভাষ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। মৃত অলিপ সাহার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত সুভাষ বিশ্বাসকে বারাসত আদালতে পেশ করা হয়। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়েছে এলাকাবাসীদের তরফ থেকে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Pargana News: ভাইপোর যৌনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে দিল জ্যেঠা, ছটফট করতে করতে মৃত্যু যুবকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল