একদিকে গ্রীষ্মের দাবদাহ, অন্যদিকে বৃষ্টির অভাবে খাঁখাঁ করছে চাষের ক্ষেত। ক্ষতি হচ্ছে ফসলের। প্রখর রৌদ্রতাপে বিপর্যস্ত জনজীবন। একফোঁটা বৃষ্টির দেখা নেই। দিন যত যাচ্ছে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ততই বেড়ে চলেছে। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা প্রায়শই ৪০-৪১ ডিগ্রি মায় ৪৪ ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে।
দিনের বেলা কড়া রোদে চাষের জমিতে কাজ করতে পারছেন না চাষিরা। সে'জন্য দিনের আলো পেরিয়ে রাতের বেলা চাষের জমিতে দেখা মিলছে তাঁদের। উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়ার চাঁদপুরের চাষিরা গ্রীষ্মের প্রখর রোদে কাজ করতে না পারায় রাতে টর্চ লাইট জ্বালিয়ে চাষের কাজ করছেন। স্থানীয় চাষিরা জানান, এমনিতেই বহুদিন বৃষ্টি না হওয়ায় চাষের জমি শুকিয়ে যাচ্ছে। পাশাপাশি দিনের বেলা প্রখর রৌদ্রে মাঠে টেকা দায়। সে'জন্যই রাতের বেলা চাষের কাজ করা হচ্ছে।
advertisement
জুলফিকার মোল্যা





