গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে জেলার বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসার চাপ রয়েছে এই হাসপাতালের উপর এমন দায়িত্বজ্ঞানহীনতার মত কাজের অভিযোগ ঘিরে উত্তাল এলাকা। প্রশ্ন উঠেছে এই গাফিলতি কার? রোগীর পরিবারের তরফ থেকে বারাসত হাসপাতালে ভুল রক্ত দেওয়ার কারণেই রোগী মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
জানা গিয়েছে, মধ্যমগ্রামের বাসিন্দা অঞ্জলি মৌলিককে (ডায়বেটিস রোগী) বেশ কিছু শারীরিক সমস্যার জন্য গত তিন দিন আগে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের তরফ থেকে জানানো হয় অঞ্জলি মৌলিককে বেড নম্বর (R 16) রক্ত দেওয়ার জন্য পরিবার থেকে রক্ত নেওয়া হয়। পরিবার রক্তের ব্যবস্থা করলেও সেই রক্ত অঞ্জলি মৌলিককে না দিয়ে তার পাশের বেডে থাকা অন্য এক রোগীকে যার বেড নম্বর (R 17) যিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তাকে দেওয়া হয় বলেই জানা যায়। রক্ত দেওয়ার পরই সেই রোগীর মৃত্যু হয়। পরবর্তীতে ৭০ ঊর্ধ্ব অঞ্জলি মৌলিকের শারীরিক অবস্থা নিয়ে ওঠে প্রশ্ন।
advertisement
ঘটনার কথা জানাজানি হতেই পরিবারের তরফ থেকে হাসপাতালে ক্ষোভ দেখানো হয়। বিষয়টি নিয়ে কোনও সদুত্তর দিতে পারেনি দায়িত্বে থাকা নার্স ও চিকিৎসকরা। বারাসত হাসপাতাল সুপার সুব্রত মণ্ডলকেও বিক্ষোভ দেখানো হয়। তবে যে গাফিলতির অভিযোগ উঠেছে হাসপাতালের বিরুদ্ধে তা সত্যি হলে যথেষ্টই চিন্তার বিষয় বলে মনে করছেন চিকিৎসা বিভাগের সঙ্গে যুক্ত মানুষ জন।
রুদ্র নারায়ণ রায়