প্রশাসনের তরফে জানানো হল, বিয়ে বন্ধ করতে ছুটে আসছে পুলিশ। খবর জানাজানি হতেই মুহূর্তেই ফাঁকা হয়ে গেল গোটা অনুষ্ঠান বাড়ি। ভাবছেন, কেন এমন ঘটল! কেন বিয়ে বন্ধ হল? কারণ পাত্রী নাবালিকা। তার প্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮ হতে বাকি আরও চার মাস। তাই স্কুলের তরফ থেকে প্রশাসনকে খবর দেওয়া হয়েছে নাবালিকা বিয়ের অভিযোগ জানিয়ে। খবর পাওয়া মাত্রই দ্রুত পদক্ষেপ নেয় স্থানীয় প্রশাসন।
advertisement
আরও পড়ুন: শীতের হাওয়ায় লাগল কাঁপনের দিন শেষ? বৃষ্টি-কুয়াশার সতর্কতা থাকলেও আবহাওয়ার বিরাট বদলের পূর্বাভাস
বারাসাত থানার পুলিশ যায় ওই এলাকায়। ভয়ে অনুষ্ঠানস্থল ছেড়ে পালান আত্মীয়-স্বজনরাও। নাবালিকাদের বিয়ে বন্ধ করতে ইতিমধ্যেই সরকারি তরফে করা নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যজুড়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছাত্রীদের পড়াশোনা-সহ নানা সুবিধার জন্য একাধিক প্রকল্প ঘোষণা করা হয়েছে। তবু কিছু মানুষ এই ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলছেন বলেই জানালেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: মিড ডে মিলে সাপ! এবার আরও বড় কাণ্ড, আরও অস্বাস্থ্যকর ছবি বোলপুরে
সে কারণেই প্রশাসনিক হস্তক্ষেপের ভয়ে এদিন বিয়ে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় পাত্রীপক্ষের তরফ থেকে। পাত্রীপক্ষের পরিবারের তরফ থেকে জানানো হয়, এখনও চার মাস বয়স পার হলে তবেই আবার মেয়ের বিয়ের ভাবনা-চিন্তা করা হবে। আর্থিক পরিস্থিতির কারণেই বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল পরিবারের তরফ থেকে। বিষয়টি নিয়ে স্কুলের পদক্ষেপকেও স্বাগত জানিয়েছেন মানুষ।
রুদ্র নারায়ণ রায়