TRENDING:

North 24 Pargana News: আড়াই লক্ষ টাকা খরচা করে স্ত্রী-র সিলিকনের মূর্তি গড়ালেন ৬৫-র বৃদ্ধ, কারণ শুনলে চমকে যাবেন! 

Last Updated:

এমনকী পরানো হয়েছে অসমের একটি সিল্ক শাড়ি। যা প্রয়াত ইন্দ্রানীদেবী তাঁর ছেলের বিয়ের রিসেপশনে পরেছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাণ হারিয়েছেন প্রিয় সহধর্মিনী। স্ত্রী ইন্দ্রাণীর অনুপস্থিতি ভুলতে, জীবনসঙ্গীর ইচ্ছাকে মান্যতা দিয়েই সিলিকনের মূর্তি তৈরি করলেন ৬৫ বছরের স্বামী তাপস শাণ্ডিল্য। উত্তর ২৪ পরগনার ভিআইপি রোড সংলগ্ন কৈখালির বাড়িতে স্ত্রীর প্রিয় জায়গা সোফায় বসিয়ে রাখা হয়েছে সিলিকনের ৩০ কেজির ওই মূর্তিটিকে। মূর্তিটির গায়ে পরিয়ে রাখা হয়েছে সোনার গয়না, যেগুলি তিনি বেঁচে থাকার সময় ব্যবহার করতেন। এমনকী সিলিকনের ওই মূর্তিটিতে পরানো হয়েছে অসমের একটি সিল্ক শাড়ি। যা প্রয়াত ইন্দ্রানীদেবী তাঁর ছেলের বিয়ের রিসেপশনে পরেছিলেন।
সিলিকনের মূর্তি
সিলিকনের মূর্তি
advertisement

জানা যায়, তাপস শাণ্ডিল্য পেশায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। পরিবার সূত্রে জানা যায়, প্রায় দশ বছর আগে কোনও এক সময় তাপস বাবু ও ইন্দ্রানী দেবী মায়াপুর ভ্রমণের সময় সেখানেই প্রাণবন্ত একটি মূর্তি দেখে স্বামীর কাছে ইচ্ছা প্রকাশ করেন, যদি তিনি স্বামীর আগে মারা যান তবে যেন তাঁর এই রকমই মূর্তি করা হয়। এরপরই, ২০২১ এর মে মাসের চার তারিখ ইহলোক ত্যাগ করেন স্ত্রী ইন্দ্রানী। মৃত্যুর কয়েক মাস পরই, তাপসবাবু ইন্টারনেটে খোঁজ শুরু করেন এমন একজনের যিনি তাঁর স্ত্রী-র ওই স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারে।

advertisement

আরও পড়ুন: Z+ নিরাপত্তা বলয়ে বাংলার রাজ্যপাল, কেন নিরাপত্তা বাড়ল সি ভি আনন্দ বোসের? চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্ট 

তখনই তাপস বাবুর যোগাযোগ হয় সিলিকন শিল্পী সুবিমল দাসের সঙ্গে। এরপরই স্বামী তাপস বাবুর ইচ্ছেকে মান্যতা দিয়ে, প্রায় ছয় মাসেরও বেশি সময় নিয়ে তৈরি করেন সিলিকনের একেবারে হুবহু ইন্দ্রানী দেবীর মূর্তি। ৪৬ বছর বয়সী সিলিকন শিল্পী সুবিমল দাসের তৈরি মূর্তি ইতিমধ্যেই শোভা পায় বিভিন্ন যাদুঘরে। তারপরই কাজ শুরু করেন শিল্পী সুবিমল দাস। মূর্তি তৈরির জন্য বিভিন্ন দিক থেকে ইন্দ্রানী দেবীর মুখের গঠনের প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়। এরপর একটি মাটির ও ফাইবারের মডেল তৈরি করা হয়েছিল। এরপর ছাঁচের উপর সিলিকন দিয়ে তৈরি করা হয় মূর্তিটি। স্বামী স্ত্রীর কাটানো ৩৯ বছরের স্মৃতি চিহ্ন এছাড়াও স্ত্রী-র শারীরিক গঠনের পরিমাপ জানতে স্বামী তাপস বাবু বারাসাতের এক দর্জির কাছেও গিয়েছিলেন, যেখান থেকে স্ত্রী ইন্দ্রানী দেবী তাঁর পোশাক বানাতেন। সেখান থেকেও সংগ্রহ করা হয় ইন্দ্রানী দেবীর দেহের প্রাথমিক হিসাব।

advertisement

View More

আরও পড়ুন: বন্দে ভারতের খাবারে ফিস ফ্রাইয়ের আকার দেখলে চোখ কপালে উঠবে! নেটপাড়ায় শোরগোল

স্বামী তাপস সান্দিল্য চেয়েছিলেন, স্ত্রী ইন্দ্রানীর মূর্তির গঠন যেন একেবারে নিখুঁত হয়। শিল্পীর কথায়, ইন্দ্রানী দেবীর গায়ের রং, চুলের এবং চোখের রং ও গরম ফুটিয়ে তোলা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যা ফুটিয়ে তুলতে প্রায় ৩০ দিন লেগেছিল বলেও জানান শিল্পী সুবিমল দাস। মূর্তিটি তৈরি করতে আড়াই লক্ষ টাকা মতো খরচ হয়েছে বলেও জানা গিয়েছে। প্রথম অবস্থায় স্বামী তাপস বাবুর, এই মূর্তি তৈরির সিদ্ধান্তে পরিবারের কাছ থেকে বাধা আসলেও, নিজের অনুভূতির কথা তুলে ধরে অবশেষে সেই বাধা অতিক্রম করেন তিনি। করোনা আক্রান্ত হওয়ার সময় স্ত্রী ইন্দ্রানীকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, আইসোলেশনে বাড়িতেই ছিলেন তাপস বাবু। সেই কষ্ট আজও ভুলতে পারেননি তিনি। স্ত্রী না থাকলেও আজ তাপস বাবু সিলিকনের তৈরি এই মূর্তিকে নিয়েই বাকি জীবন কাটাতে চান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

রুদ্র নারায়ণ রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Pargana News: আড়াই লক্ষ টাকা খরচা করে স্ত্রী-র সিলিকনের মূর্তি গড়ালেন ৬৫-র বৃদ্ধ, কারণ শুনলে চমকে যাবেন! 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল