আরও পড়ুন: চাকরি, রেশন চুরির সময় কালীপুজোর থিম ‘গ্রাম চুরি’! তবে এ চুরি সে চুরি নয়
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার ভারত-বাংলাদেশ সীমান্তে ক্যাওটসায় নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন হল। দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটি পুলিশ ফাঁড়ি হোক। মসলন্দপুর ও তেঁতুলিয়া রোডে গত কয়েক মাসে ছিনতাই, রাহাজানি, সমাজবিরোধী কার্যকলাপ বেড়ে গিয়েছিল। যার কারণে গ্রামবাসীদের পক্ষ থেকে বারবার প্রশাসনের কাছে একটি পুলিশ ফাঁড়ি করার দাবি তোলা হয়।
advertisement
অপরাধীরা অপরাধ করে এদেশ থেকে সহজেই বাংলাদেশে পালিয়ে যাচ্ছে। তা ঠেকাতেই এই নতুন পুলিশ ফাঁড়ি চালু হল। এখানকার চন্ডিপুর, যশাইকাটি, আটঘরা, রামচন্দ্রপুর এই চারটি অঞ্চলে ২৫ থেকে ৩০ হাজার মানুষ বিভিন্ন সমস্যায় এবার এই পুলিশ ফাঁড়ির দ্বারস্থ হতে পারবেন। এই পুলিশ ফাঁড়ির চালু হওয়ায় পড়ুয়া থেকে শুরু করে এলাকার মানুষ সকলেই খুশি।
জুলফিকার মোল্লা