Kali Puja 2023: চাকরি, রেশন চুরির সময় কালীপুজোর থিম 'গ্রাম চুরি'! তবে এ চুরি সে চুরি নয়
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
কালীপুজোয় পূর্ব মেদনীপুরের তমলুকে অভিনব থিমে তৈরি করা হচ্ছে মণ্ডপ। গ্রাম চুরি থিমে সেজে উঠছে পুজো প্রাঙ্গণ
পূর্ব মেদিনীপুর: তমলুকের কালীপুজো বিখ্যাত। ছোট-বড় মিলিয়ে এখানে অসংখ্য কালীপুজো হয়। ব্যাপক জাঁকজমকের সঙ্গে এখানে কালীপুজোর উৎসবে মেতে ওঠে শহরবাসী। এর মধ্যে অন্যতম বড় পুজো হল তমলুক শহরের বাদামতলার একটি ক্লাবের কালীপুজো। প্রতিবছর থিমের মণ্ডপ তৈরি হয় এখানে, যা সহজেই দর্শনার্থীদের নজর কেড়ে নেয়। এবার তাঁদের মণ্ডপের থিম ‘গ্রাম চুরি’।
‘তোমার শহর চুরি করেছে আমার সাধের গ্রাম সভ্যতা, তুমি জেনে রাখো দিতে হবে তার দাম!’ গ্রাম চুরি থিমের এটাই হল মূল কথা। বর্তমান সময়ে নগর কেন্দ্রিক সভ্যতা জীবন যাপনের পরিসর হারাচ্ছে। নাগরিক ব্যস্ততা গ্রাস করছে গ্রাম্য সভ্যতাকে। গ্রাম ভেঙে গড়ে উঠছে শহর। উঁচু উঁচু বিল্ডিংয়ে একসঙ্গে বহু পরিবার বাস করার পরও নাগরিক চেতনার মাঝে হারিয়ে যাচ্ছে বেঁচে থাকার আসল পরিসর। সেটাই এবার কালীপুজোর থিমের মাধ্যমে ফুটে উঠবে তমলুক শহরে।
advertisement
advertisement
এই বিষয়ে মণ্ডপ শিল্পী বলেন, এখন মানুষ বেঁচে থাকা বলতে বোঝে শুধু স্ট্যাটাস সিম্বল। ফলে তাঁরা অনেকটা কৃত্রিম হয়ে উঠছেন। এই থিমের মাধ্যমে সেটাও ফুটিয়ে তোলা হয়েছে। পুজোর মণ্ডপে উঁচু উঁচু বিল্ডিংয়ের মডেলের পাশাপাশি গ্রাম্য প্রকৃতি ফুটিয়ে তোলার কাজ চলছে।
তমলুক শহরের অন্যতম এই কালীপুজোর উদ্যোক্তাদের কথায়, নগরকেন্দ্রিক সভ্যতার হাত থেকে রেহাই পায়নি মফসলের গ্রামগুলিও। তাই এবারে তাঁদের পুজোর থিম ‘গ্রাম চুরি’। প্রতিবছর জেলার পাশাপাশি ভিন জেলার দর্শনার্থীরাও তাঁদের পুজো দেখতে আসেন। এবারও তার অন্যথা হবে না বলে পুজোর উদ্যোক্তাদের আশা।
advertisement
সৈকত শী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 08, 2023 8:37 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Kali Puja 2023: চাকরি, রেশন চুরির সময় কালীপুজোর থিম 'গ্রাম চুরি'! তবে এ চুরি সে চুরি নয়