হাবড়া পৌরসভার মুখ্য প্রশাসক নারায়ণ চন্দ্র সাহা এদিন সাংবাদিক সম্মেলন করে জানান, সাধারণ মানুষের ভেতরে এখনো ভয় ভীতি কাজ করছে করোনা ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে। সেই কারণেই এবার থেকে হাবড়া পৌরসভায়, পরিবারের সকলে যদি করোনা ভ্যাকসিনের দুটি টিকা গ্রহণ সম্পন্ন করে, তাহলে তাদের পৌরসভার হোল্ডিং ট্যাক্সে ছাড় দেওয়া হবে। হাবড়া পুরসভা করোনা প্রতিরোধে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছিল (North 24 Parganas News)। তা সত্ত্বেও লাগাম পরানো যাচ্ছিল না করোনা আক্রান্তের সংখ্যায়। বাজার বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছিল। প্রশাসনের তরফ থেকে প্রচার চালানো হয়েছে সাধারণ মানুষের উদ্দেশ্যে, অবিলম্বে টিকা গ্রহণের। বিভিন্ন কেন্দ্র থেকে চলছে টিকাকরণ। তাও কিছু মানুষ এখনো টিকা নেয়নি বলেই উঠে আসছে পৌরসভার রিপোর্টে।
advertisement
ইতিমধ্যে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের প্রথম ডোজ দেওয়ার কাজ ৯০% শেষ হয়েছে বলেও জানান পুর প্রশাসক (North 24 Parganas News)। প্রশাসক নারায়ণ চন্দ্র সাহা আরো জানান, পৌরসভার মানুষদের ভেতর, আমরা দেখেছি, করোনার প্রথম টিকা নেওয়ার ক্ষেত্রে উৎসাহ ছিল, কিন্তু দ্বিতীয় টিকাটি নেওয়ার ক্ষেত্রে অনীহা রয়েছে। সেই কারণেই আমরা পৌরসভার বোর্ড মিটিং-এ সিদ্ধান্ত নিই, করোনার দ্বিতীয় টিকা নেওয়ার উৎসাহ যোগাতে আমরা পৌরসভার হোল্ডিং ট্যাক্স ২৫% ছাড় দেব। আগামী এপ্রিল থেকে জুন মাসের মধ্যে যে হোল্ডিং ট্যাক্স দিতে হবে পৌরসভাকে, সেই ট্যাক্স দেওয়ার সময় পরিবারের সকলের ভ্যাকসিনের কাগজ জমা দিলে মিলবে ছাড়।" পৌরসভার পক্ষ থেকে এই ঘোষণার পরই বিভিন্ন টিকাকরণ কেন্দ্রে দেখা গেল লম্বা লাইন।
Rudra Narayan Roy