বিক্ষোভ এতটাই চরম আকার ধারণ করে যে বাধ্য হয়ে জেল কর্তৃপক্ষ ও প্রশাসন উদ্যোগ নেয় কবির কয়েদির পোশাক খুলিয়ে ফেলতে। সেই ঘটনার সাক্ষ্য বহন করে চলা ইতিহাসের পূর্ণ হল ১০০ বছর। তাই এদিন নজরুলপ্রেমী মানুষজন একত্রিত হয়েছিলেন নৈহাটি স্টেশনে। এদিন মেন লাইনের নৈহাটি স্টেশনে রেলের জিআরপি অফিসে বিদ্রোহী কবি নজরুল ইসলামকে স্মরণ করা হয়, নজরুল চর্চা কেন্দ্র বারাসাতের উদ্যোগে। দিনটিকে নানাভাবে স্মরণ করে তোলা হল স্টেশন চত্বরেই।
advertisement
আরও পড়ুন : প্যাচপ্যাচে গুমোট গরমের সঙ্গে তাপপ্রবাহের আশঙ্কায় তাল কাটল পয়লা বৈশাখের আনন্দের
অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। স্মৃতিচারণার মধ্যে দিয়ে বিদ্রোহী কবিকে স্মরণ করা হয়। ব্রিটিশ শাসনকালে তার লেখনীর মধ্যে দিয়েই গড়ে তুলেছিলেন প্রতিরোধের আগুন। নৈহাটির মানুষের কাছে তাই দিনটি ছিল বিশেষ। স্মৃতিফলকে সম্মান জানানো হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে। নতুন প্রজন্মের কাছে কবির ভাবধারা ছড়িয়ে দেওয়ার প্রয়াসও নেওয়া হয়েছে নজরুল চর্চা কেন্দ্রের উদ্যোগে। যাতে আগামী প্রজন্মের মধ্যেও বেঁচে থাকেন বিদ্রোহী কবি নজরুল।
পাশাপাশি কবির এই স্মৃতি চিহ্নস্বরূপ ঐতিহাসিক নৈহাটি স্টেশন কে আরো কিভাবে মানুষের কাছে তুলে ধরা যায় সে বিষয়েও বিশেষ চিন্তা ভাবনা করা হচ্ছে বলেই জানা গিয়েছে। এদিন স্টেশন চত্বরে থাকা বহু নিত্যযাত্রী সাধারণ মানুষও এই অনুষ্ঠানে অংশ নেন।