আরও পড়ুন: পুজোর আগে মন খারাপ বসোয়ার তাঁতিদের
থিমের আধিক্য দুর্গাপুজোয় বহু বছর ধরেই দেখা যাচ্ছে। বেশ কয়েক বছর ধরে কালীপুজোতেও দেখা যাচ্ছে থিমের পুজো। এবার উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালির কানমারিতে মনসা পুজোয় থিমের চমক সকলের নজর কেড়েছে।
২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখে ইসরোর মহাকাশযান-৩ এর বিক্রম ল্যান্ডার। তার পর কাজ শুরু হয় প্রজ্ঞান রোভারের। ভারতের মহাকাশ বিজ্ঞান চর্চার ইতিহাসে এই এক মাইলস্টোন। সেই গর্বের মুহূর্তকেই মনসা পুজোর থিম হিসেবে ফুটিয়ে তুলেছেন উদ্যোক্তারা। পুজোর উদ্যোক্তা শান্তনু জানা জানিয়েছেন, ইসরোর এই অভিযানকে সম্মান জানাতেই এমন থিম বেছে নেওয়া হয়েছে। মনসাপুজোর চন্দ্রযান-৩ থিমকে চক্ষুষ করতে সুন্দরবন এলাকায় বিদ্যাধরীর তীরে সাধারণ মানুষ রীতিমত ভিড় জমাচ্ছেন।
advertisement
জুলফিকার মোল্লা
Location :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2023 1:29 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: এবার মনসা পুজোতেও থিমের রমরমা! চন্দ্রযান-৩ এর আদলে মণ্ডপ