আরও পড়ুন: হারমোনিয়াম বাবার কালীর সঙ্গে জড়িয়ে আছে রঘু ডাকাতের স্মৃতি, কী তা জানেন?
উদ্যোক্তাদের দাবি, পার্শ্ববর্তী পুকুরের কিছুটা অংশ জুড়ে মণ্ডপের প্রবেশ দ্বার হওয়ায়, ফ্লোর সামান্য বসে গিয়েছে। তাই ব্যাপক ভিড়ের চাপেই এই ঘটনা ঘটেছে। তবে দ্রুত মন্ডপে প্রবেশ বন্ধ করে মেরামতির কাজে শুরু করে মণ্ডপ শিল্পীরা। আর তাই বারাসতের কালী পুজো দেখতে এসে হ্যারি পটারের জাদু নগরী দেখতে না পেয়ে অনেক দর্শককেই হতাশ হয়ে ফিরতে হল। মন খারাপ করে বাড়ি ফিরতে দেখা গেল কচিকাদেরও। কিন্তু এদিনের এই ঘটনায় আরও বড় কোন দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছিল বলেও মনে করছেন অনেকে।
advertisement
যে সময় এই ঘটনাটি ঘটে সেই সময়ে মন্ডপে ভেতরে ছিলেন অগণিত দর্শনার্থী, আর বাইরে তখন মন্ডপে প্রবেশের জন্য চলছে লাইন দিয়ে ঠেলাঠেলি করে অপেক্ষা। এমন সময় হঠাৎই ভেসে আসে চিৎকার। দ্রুত ছুটে আসেন প্রশাসনের আধিকারিকরা সহ ক্লাব উদ্যোক্তারা। দর্শনার্থীদের প্রবেশ পথ বন্ধ করে, ঘোষণা করে দেওয়া হয় হ্যারি পটার জাদুনগরীতে আজ আর প্রবেশ করা যাবে না। যুদ্ধকালীন পরিস্থিতিতে মন্ডপ সারাইয়ের কাজ শুরু হয়েছে। তবে আশা করা যাচ্ছে আজ সন্ধের আগেই মন্ডপ পুনরায় দর্শনার্থীদের দেখার জন্য খুলে দেওয়া হতে পারে।
Rudra Nrayan Roy