শুধু তাই নয়, এদিন তিনি আরো বলেন, সমাজ গাধা, আপনারা আমরা আবার ফিরিয়ে আনবো এই গাধা গুলোকে। এই চোরগুলো কে। ২০১৪ সালে বারাসাত কেন্দ্রে বিজেপির হয়ে লোকসভার প্রার্থী হিসেবে দাঁড়িয়ে বলেছিলেন তিনি একজন ম্যাজিশিয়ান। তাই সমস্ত চোর দুর্নীতিবাজদের ভ্যানিশ করে দেবেন।
আরও পড়ুনঃ এ কি কাণ্ড! কাকে গাধা বললেন পিসি সরকার জুনিয়র!
advertisement
আজ ২০২২ সালে বারাসাত আদালতে বসে পিসি সরকার জুনিয়র বললেন, 'যে চোর দুর্নীতিবাজ নেতাদের জেলে ভরা হচ্ছে এই সরকার করতে পারেনি, কিন্তু বিজেপি সরকার করেছে।' তার জন্য তিনি ধন্যবাদ জানান। ধন্যবাদ জানান ঈশ্বরকেও। তিনি বলেন, যে ঘটনা ঘটছে অর্থাৎ একজন মন্ত্রী জেলে, আর একজন নেতাকে সিবিআই ডাকছে। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না।
আমরা যদি কাউকে ভরসা করি, কাউকে ভরসা করে এই দেশকে পরিচালনার দায়িত্ব দিই, তার উপর যদি ভরসা নষ্ট হয়ে যায়, এর থেকে দুঃখের কিছু নেই। প্রত্যেকেই দেশের মঙ্গল করার জন্য নেমেছিলো, কিন্তু এনাদের এই পদ্ধতি, এতে আমি দুঃখ পেয়েছি। আমার লজ্জা লাগে, আমি এতদিন ধরে খেটেখুটে বাঙালিদের নাম উজ্জ্বল করেছি।
আরও পড়ুনঃ জলাশয়গুলিতে বৃষ্টির জল জমতেই মুখে হাসি পাট চাষীদের
আর এরা বাংলার মুখ নিচু করছে। ঘরে ঘরে বলছে বাঙালি চোর হ্যায়। আমরা কি চোর? এই ঘটনায় তিনি ক্ষুব্ধ বলেও জানান। জাদুকর পিসি সরকার জুনিয়ার বলেন, 'আমি মুখ লুকিয়ে রাখছি। আমি বাংলার বাইরে যেতে পারছিনা। এই নাকি বাঙালি! ওই চেয়ারে সুভাষচন্দ্র বোস বসতেন, চিত্তরঞ্জন বোস বসেছেন, এই দেশের জন্য ক্ষুদিরাম নিজেকে ফাঁসি দিয়েছেন, এদের জন্য বিনয়-বাদল-দীনেশ শহীদ হয়েছেন!
ছিঃ ছিঃ ছিঃ, ওদের নাম ভাঙ্গিয়ে অপমান করা হচ্ছে, আমার রক্তকে অপমান করা হচ্ছে, আপনারা যাই বলুন না কেন আমি ক্ষুব্দ, এই ধরনের লোকেরা যদি থাকে আমি আর এই দেশে জন্মাবো না।' মন্তব্য পি সি সরকার জুনিয়র এর। ২০১৪ সালে একটি মামলায় বারাসত আদালতে হাজিরা দিতে মেয়ে মুমতাজকে সঙ্গে নিয়ে আসেন জাদুকর।
Rudra Narayan Roy