এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ বৈদিক মন্ত্র উচ্চারণ এর মধ্যে দিয়ে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে স্নান করানো হয়। স্নানের উপকরণ হিসেবে ব্যবহার করা হয় ঘি, দুধ, দই, গঙ্গাজল, মধু, তুলশী সহ নানান সুগন্ধি। স্নানের পর পঞ্চব্যঞ্জন করানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা কে।
আরও পড়ুনঃ নৃশংস! বিষ খাইয়ে মারার অভিযোগ ১৪ টি সারমেয়কে!
advertisement
মন্দিরের সেবায়েত জানান, এই স্নানযাত্রার পরই জ্বরে পড়বেন জগবন্ধু। তারপর যাবেন মাসির বাড়ি। এদিন বহু ভক্ত এই স্নানযাত্রা দেখতে ভিড় জমিয়েছিলেন বারাসতের ইসকন মন্দিরে। অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ।
আরও পড়ুনঃ খোলা ময়দানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা খালি গলায় গাইলেন গান
এদিন, বারাসত ন পাড়া জহরজ্যোতি ক্লাব প্রাঙ্গণেও পালিত হয় জগন্নাথের স্নানযাত্রা উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দ বর্ধন দাস ব্রম্মচারী (শ্রীধাম মায়াপুর), ভক্ত জনপ্রিয় দাস অধিকারী, (শ্রীধাম মায়াপুর)। স্নানযাত্রা অনুষ্ঠান কে ঘিরে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
Rudra Narayan Roy