তাপস চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে এ দিন আরও একটি জনসংযোগে ফুটবলেও পা চালাতে দেখা গেল এই প্রবীণ সাংসদকে। বিরোধীদের তরফে ইতিমধ্যেই দমদমের এই সংসদের শারীরিক অবস্থা নিয়ে নানা কটাক্ষ করা হয়েছে তবে এ দিন যেন এই জনসংযোগে ক্রিকেট এবং ফুটবল খেলে সৌগত রায় বুঝিয়ে দিলেন তিনি এখনও ইয়ং। ব্যাট হাতে ধরে, সামনে সুযোগ মতো বল পেয়েই হাঁকালেন চার।
advertisement
আরও পড়ুনঃ বাড়ির আমগাছেই লুকিয়ে সুখ-সমৃদ্ধি-অর্থের চাবিকাঠি! তবে সামান্য এই ভুলেই তছনছ গোটা সংসার
আবার ফুটবলে কিক মারতেই বল ছুটল গোলের দিকে, এ ভাবেই তিনি জনসংযোগ করে ভোট প্রচার সারছেন দমদম লোকসভা কেন্দ্রে। জেতার ব্যাপারেও ১০০ শতাংশ নিশ্চিত বলে জানালেন সৌগত রায়। পাশাপাশি, প্রচারে বেরিয়ে একদিকে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে নানা উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন মানুষের সামনে তেমনই, বিরোধী দলের করা নানা কাজকর্ম নিয়ে কটাক্ষের সুর শোনা যাচ্ছে দুঁদে এই রাজনৈতিক নেতার গলায়।
Rudra Nrayan Roy





