Vastu: বাড়ির আমগাছেই লুকিয়ে সুখ-সমৃদ্ধি-অর্থের চাবিকাঠি! তবে সামান্য এই ভুলেই তছনছ গোটা সংসার

Last Updated:
Vastu Tips: বাড়িতে থাকা সাধারণ আমগাছ বদলে দিতে পারে যেকোন মানুষের ভাগ্য।l তবে শুধু আম গাছই নয়। আম গাছের পাতাও বাড়িতে আনে শুভ।
1/8
*বাস্তুশাস্ত্র মতে কিছু এমন উপায় রয়েছে যা সহজেই দুর্ভাগ্য থেকে বাঁচিয়ে আনতে পারে। আর্থিক কষ্ট বা সমৃদ্ধির পথে বাধা কাটিয়ে দিতে পারে খুব সহজেই। এই সকল বিষয়গুলি খুব সহজেই করা সম্ভব।
*বাস্তুশাস্ত্র মতে কিছু এমন উপায় রয়েছে যা সহজেই দুর্ভাগ্য থেকে বাঁচিয়ে আনতে পারে। আর্থিক কষ্ট বা সমৃদ্ধির পথে বাধা কাটিয়ে দিতে পারে খুব সহজেই। এই সকল বিষয়গুলি খুব সহজেই করা সম্ভব।
advertisement
2/8
*জ্যোতিষ শাস্ত্র ও বাস্তুশাস্ত্র বিশারদ অশোক শাস্ত্রী জানান, বাড়িতে থাকা সাধারণ আমগাছ বদলে দিতে পারে যে কোন মানুষের ভাগ্য। এ ছাড়া আমের পাতা দিয়েও সমৃদ্ধি আনারও সহজ উপায় রয়েছে।
*জ্যোতিষ শাস্ত্র ও বাস্তুশাস্ত্র বিশারদ অশোক শাস্ত্রী জানান, বাড়িতে থাকা সাধারণ আমগাছ বদলে দিতে পারে যে কোন মানুষের ভাগ্য। এ ছাড়া আমের পাতা দিয়েও সমৃদ্ধি আনারও সহজ উপায় রয়েছে।
advertisement
3/8
*আম গাছ সংসারে সমৃদ্ধি নিয়ে আসে খুব সহজেই। তেমনই শুভ দিক বহন করে। এই গাছ বিশেষ একটি দিকে লাগালেই সংসারে সমৃদ্ধি সম্ভব। তবে এই গাছ বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে লাগানো খুব শুভ।
*আম গাছ সংসারে সমৃদ্ধি নিয়ে আসে খুব সহজেই। তেমনই শুভ দিক বহন করে। এই গাছ বিশেষ একটি দিকে লাগালেই সংসারে সমৃদ্ধি সম্ভব। তবে এই গাছ বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে লাগানো খুব শুভ।
advertisement
4/8
*আমগাছ বাড়ির মধ্যে থাকলে সেটা সেই পরিবারে ওপর ইতিবাচক প্রভাব সৃষ্টি করে। পরিবারের মধ্যে আনন্দের ধারা লেগেই থাকে প্রতিনিয়ত। কঠিন পরিস্থিতিকে খুব সহজে পার করা যায়।
*আমগাছ বাড়ির মধ্যে থাকলে সেটা সেই পরিবারে ওপর ইতিবাচক প্রভাব সৃষ্টি করে। পরিবারের মধ্যে আনন্দের ধারা লেগেই থাকে প্রতিনিয়ত। কঠিন পরিস্থিতিকে খুব সহজে পার করা যায়।
advertisement
5/8
*বাড়ির একেবারে কাছে খুব উঁচু আমগাছ লাগানো শুভ নয়। যাতে সেই আমগাছের ছায়া বাড়িতে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাড়ির সামনে ৫ থেকে ৬ মিটারের গাছ লাগানো বা রাখা ভাল।
*বাড়ির একেবারে কাছে খুব উঁচু আমগাছ লাগানো শুভ নয়। যাতে সেই আমগাছের ছায়া বাড়িতে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাড়ির সামনে ৫ থেকে ৬ মিটারের গাছ লাগানো বা রাখা ভাল।
advertisement
6/8
*বাড়ি কাছে বড় আমগাছ থাকলে এবং সেই গাছের ছায়া বাড়ির ওপর পড়লে সংসারে অশান্তি, ঝগড়া লেগে থাকে। তবে বাড়ির সামনে ৫ থেকে ৬ মিটারের উচু গাছ না থাকলে সেটা অত্যন্ত শুভ বাড়ির ক্ষেত্রে।
*বাড়ি কাছে বড় আমগাছ থাকলে এবং সেই গাছের ছায়া বাড়ির ওপর পড়লে সংসারে অশান্তি, ঝগড়া লেগে থাকে। তবে বাড়ির সামনে ৫ থেকে ৬ মিটারের উচু গাছ না থাকলে সেটা অত্যন্ত শুভ বাড়ির ক্ষেত্রে।
advertisement
7/8
*অনেক সময় দেখা যায় বহুকাল ধরেই বাড়িতে আম গাছ রয়েছে এবং তা ছায়া দিচ্ছে। এ ক্ষেত্রে গাছ কেটে না ফেলে বরং বাড়ির সামনে লাগাতে পারেন তুলসী গাছের চারা। কুপ্রভাব থেকে রক্ষা করবে তুলসী।
*অনেক সময় দেখা যায় বহুকাল ধরেই বাড়িতে আম গাছ রয়েছে এবং তা ছায়া দিচ্ছে। এ ক্ষেত্রে গাছ কেটে না ফেলে বরং বাড়ির সামনে লাগাতে পারেন তুলসী গাছের চারা। কুপ্রভাব থেকে রক্ষা করবে তুলসী।
advertisement
8/8
*পুজোর সময় ঘরে আমপাতা দিয়ে গঙ্গা জল ছিটিয়ে নেওয়া অত্যন্ত শুভ। এতে আর্থিক লাভ হয়। বাড়ির সদর দরজায় যদি আমের পাতা ঝুলিয়ে রাখা হয় সারি ভাবে, তবে পরিবারের কুনজর থেকে রক্ষা পায়।
*পুজোর সময় ঘরে আমপাতা দিয়ে গঙ্গা জল ছিটিয়ে নেওয়া অত্যন্ত শুভ। এতে আর্থিক লাভ হয়। বাড়ির সদর দরজায় যদি আমের পাতা ঝুলিয়ে রাখা হয় সারি ভাবে, তবে পরিবারের কুনজর থেকে রক্ষা পায়।
advertisement
advertisement
advertisement