আরও পড়ুন: ম্যানগ্রোভ বাঁচাতে হাত লাগালেন মন্ত্রী ও অধ্যক্ষ
পরিকল্পনা অনুযায়ী এই প্রকল্পের প্রথম পর্যায়ে হাসনাবাদ থেকে হিঙ্গলগঞ্জ পর্যন্ত ১৭.৩৭ কিলোমিটার রেললাইন বসার কথা ছিল। সেই সময় জমির মাপযোগের পর জমির মালিকরা উপযুক্ত ক্ষতিপূরণের বিনিময়ে জমি দিতে রাজিও হয়ে গিয়েছিলেন। কিন্তু তারপর আর বিশেষ একটা কাজ এগোয়নি।
advertisement
এই প্রকল্পের জন্য হাসনাবাদ থেকে হিঙ্গলগঞ্জ পর্যন্ত রেলের জমি লাগবে ৯৬.৪৬ হেক্টর। ২০২২ সাল পর্যন্ত ২৬০ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। সামনেই লোকসভা ভোট। তার আগে রেল পথ নিয়ে মুখ খুলেছেন অনেকেই। হাসনাবাদ থেকে হিঙ্গলগঞ্জ পর্যন্ত রেললাইন সম্প্রসারণের জন্য ইছামতি ও কালিন্দী নদীর উপরে দুটি সেতুও প্রয়োজন। গত একযুগ পেরিয়ে গেলেও রেলপথ মেলিনি। তবে সম্প্রতি রাজ্যে রেলের বিভিন্ন প্রকল্পের কাজ জমি সংক্রান্ত সমস্যার কারণে থমকে আছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তারপর ফের একবার এই রেল প্রকল্প নিয়ে উৎসুক হয়ে উঠেছে স্থানীয়রা। তাঁরা মনে করছেন, এবার কিছু একটা সুরাহা হলেও হতে পারে।
জুলফিকার মোল্লা