South 24 Parganas News: ম্যানগ্রোভ বাঁচাতে হাত লাগালেন মন্ত্রী ও অধ্যক্ষ
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
সুন্দরবনকে বাঁচাতে হলে দরকার ম্যানগ্রোভ অরণ্য। আর তাই রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে ম্যানগ্রোভের চারা রোপণ কর্মসূচি
দক্ষিণ ২৪ পরগনা: বারবার প্রাকৃতিক বিপর্যয় ও বিপদের সম্মুখীন হয় সুন্দরবন। তা ঠেকাতেই ম্যানগ্রোভ অরণ্য আরো বেশি করে রোপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই উপলক্ষে সুন্দরবনের অন্যতম প্রবেশদ্বার কৈখালিতে ম্যানগ্রোভ চারা রোপণের অনুষ্ঠানে যোগদেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
এদিনের এই অনুষ্ঠানে এসে তাঁরা নদী বাঁধ পরিদর্শনও করেন। আমফান থেকে আয়লা একের পর এক ঘূর্ণিঝড় থেকে এই ম্যানগ্রোভ অরণ্যই সুন্দরবনকে রক্ষা করেছে। তাই ম্যানগ্রোভ থাকলেই সুন্দরবন বাঁচবে। আর সুন্দরবন বাঁচলেই আমরা মানুষ বাঁচবে। আর সেই লক্ষ্যেই এই ম্যানগ্রোভ চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
advertisement
পাশাপাশি সুন্দরবনের বড় বড় নদী বাঁধগুলো মেরামতির উদ্যোগও নিয়েছে। গোটা সুন্দরবনে না হলেও বেশ কিছু জায়গায় কংক্রিটের নদীবাঁধ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সব মিলিয়ে সুন্দরবনকে বাঁচাতে জোর তৎপরতা চলছে। আর সেই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে কাজকর্ম কেমন হচ্ছে তা খতিয়ে দেখলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এবং বিধানসভার অধ্যক্ষ।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
September 27, 2023 6:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ম্যানগ্রোভ বাঁচাতে হাত লাগালেন মন্ত্রী ও অধ্যক্ষ