East Medinipur News: স্কুল শুরুর ঠিক মুখে গেটে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবকরা! কারণ জানলে অবাক হবেন
- Reported by:SAIKAT SHEE
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
ছেলেমেয়েদের স্কুলে পাঠিয়েও শান্তিতে থাকতে পারেন না, কারণ স্কুল বিল্ডিংয়ের ভাঙাচোরা দশা। যে কোনও মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে। এবার সেই জায়গায় নতুন স্কুল বিল্ডিং তৈরির দাবিতে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা
পূর্ব মেদিনীপুর: বুধবার আর পাঁচটা দিনের মতই স্কুল শুরুর তোড়জোড় চলছিল। আচমকাই ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা স্কুলের গেটে তালা লাগিয়ে দেন। শুরু হয় বিক্ষোভ। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে স্কুলের পরিকাঠামো বেহাল। প্রাণের ঝুঁকি নিয়েই সেই বেহাল স্কুল বিল্ডিংয়ে চলছে পঠন-পাঠন। সন্তানদের সুরক্ষার লক্ষ্যে নতুন স্কুল বিল্ডিং তৈরির দাবিতে অভিভাবকরা এই বিক্ষোভ দেখান। ময়নার কলাগাছিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।
আরও পড়ুন: ডেঙ্গি ঠেকাতে এ কী করল পড়ুয়ারা!
পূর্ব মেদিনীপুর জেলার ময়নার কলাগাছিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে বেহাল দশা। স্কুল বিল্ডিংয়ের দেওয়ালে ধরেছে বড় বড় ফাটল। বর্ষাকালে ছাদ চুঁইয়ে জল পড়ছে শ্রেণিকক্ষে। স্কুলের পেছন দিক থেকে শুরু করে সামনের দিক সম্পূর্ণটাই ভেঙে পড়েছে, দেওয়ালে ধরেছে বড় বড় ফাটল। ভেঙে পড়ছে সিলিংয়ের চাঙড়। সেই অবস্থাতেই প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত চলছে ক্লাস। পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিবাদে শামিল হন অভিভাবকেরা।
advertisement
advertisement
বিক্ষোভকারী অভিভাবকরা দাবি জানান এই স্কুল বিল্ডিং মেরামত নয়, এর জায়গায় নতুন স্কুল বিল্ডিং তৈরি করতে হবে। বিক্ষোভের খবর পেয়ে ছুটে আসেন এসআই। তিনি অভিভাবক সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন। অভিভাবকদের দাবি দ্রুতই স্কুল বিল্ডিংয়ের হাল ফিরুক। কারণ স্কুল বিল্ডিংয়ের এই বেহাল দশার জন্য সন্তানদের পড়তে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। স্কুল বিল্ডিংয়ের হাল না ফিরলে বাধ্য হয়ে তাঁরা সন্তানদের অন্য স্কুলে পাঠানোর কথা ভাববেন বলেও জানান। গোটা বিষয়টি উচ্চ মহলে জানানো হবে বলে জানিয়েছেন স্কুল ইন্সপেক্টর।
advertisement
সৈকত শী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 27, 2023 5:53 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: স্কুল শুরুর ঠিক মুখে গেটে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবকরা! কারণ জানলে অবাক হবেন









