TRENDING:

North 24 Parganas News: অবশেষে স্বাভাবিক হল বনগাঁর ট্রেন চলাচল, বাতিল তিনটি লোকাল

Last Updated:

বৃষ্টির জেরে ধস নেমে রেললাইন বসে যাওয়ার কারণে শুক্রবার সকাল থেকেই ট্রেন চলাচল বিঘ্নিত হয় পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের বনগাঁ শাখায়। অবশেষে ট্রেন চলাচল স্বাভাবিক হল বনগাঁ লাইনে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: অবশেষে স্বাভাবিক হল শিয়ালদহের বনগাঁ শাখার ট্রেন চলাচল। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে বনগাঁ লাইনের তিনটি ট্রেন বাতিল করা হয়েছে। একটি বনগাঁ-শিয়ালদহ লোকাল ও বাকি দুটি বারাসত-বনগাঁ লোকাল। এদিন দীর্ঘ সময় বনগাঁ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ায় ও তিনটি ট্রেন বাতিলের ঘটনায় সমস্যায় পড়েন বহু নিত্যযাত্রী। অনেকেই সময়ে কর্মস্থল ও স্কুল-কলেজে পৌঁছতে পারেননি। ট্রেনে অতিরিক্ত ভিড়ও লক্ষ্য করা যায়। তবে এখন স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।
advertisement

আরও পড়ুন: কাঁটা গাছেই জব্দ হাতি, সুপারি বাগান বাঁচাচ্ছে লেবু গাছ

প্রসঙ্গত, রাতভর বৃষ্টির জেরে শিয়ালদহ-বনগাঁ শাখার মছলন্দপুর ও সংহতি স্টেশনের মাঝে আপ লাইনে ধস নামে, বসে যায় লাইন। আর তার জেরেই শুক্রবার সকাল থেকে বিঘ্নিত হয় ট্রেন চলাচল। সমস্যায় পরেন নিত্যযাত্রী থেকে শুরু করে চিকিৎসার প্রয়োজনে কলকাতায় আসা সকলে। সকালে অফিস টাইমে হয়রানির শিকার হন বহু মানুষ। এদিকে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ডাউন লাইন দিয়ে ধীর গতিতে চালানো হচ্ছিল ট্রেন। ফলে পুরো ট্রেন যোগাযোগ থমকে না গেলেও গন্তব্যে পৌঁছতে কয়েক ঘণ্টা করে দেরি হয় সকলের। তার উপর তিনটি ট্রেন বাতিল হওয়ায় বাকি ট্রেনগুলিতে ছিল বাদুরঝোলা ভিড়।

advertisement

View More

এদিকে সকাল থেকেই পূর্ব রেলের ইঞ্জিনিয়াররা যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতির কাজ শুরু করেন। অবশেষে দুপুরের আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয় বনগাঁ শাখায়। ঘটনা হল কিছুদিন আগে বামনগাছি স্টেশনের কাছেও লাইনে ধস নেমেছিল। সেই সময়ও অবরুদ্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল। কেন এভাবে বার বার রেল লাইন বসে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলাশয়ে দেশীয় মাছের শত্রুর হানা! খেয়ে সাবাড় করে দিচ্ছে সমস্ত কিছু
আরও দেখুন

রুদ্রনারায়ণ রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: অবশেষে স্বাভাবিক হল বনগাঁর ট্রেন চলাচল, বাতিল তিনটি লোকাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল