আরও পড়ুন: কাঁটা গাছেই জব্দ হাতি, সুপারি বাগান বাঁচাচ্ছে লেবু গাছ
প্রসঙ্গত, রাতভর বৃষ্টির জেরে শিয়ালদহ-বনগাঁ শাখার মছলন্দপুর ও সংহতি স্টেশনের মাঝে আপ লাইনে ধস নামে, বসে যায় লাইন। আর তার জেরেই শুক্রবার সকাল থেকে বিঘ্নিত হয় ট্রেন চলাচল। সমস্যায় পরেন নিত্যযাত্রী থেকে শুরু করে চিকিৎসার প্রয়োজনে কলকাতায় আসা সকলে। সকালে অফিস টাইমে হয়রানির শিকার হন বহু মানুষ। এদিকে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ডাউন লাইন দিয়ে ধীর গতিতে চালানো হচ্ছিল ট্রেন। ফলে পুরো ট্রেন যোগাযোগ থমকে না গেলেও গন্তব্যে পৌঁছতে কয়েক ঘণ্টা করে দেরি হয় সকলের। তার উপর তিনটি ট্রেন বাতিল হওয়ায় বাকি ট্রেনগুলিতে ছিল বাদুরঝোলা ভিড়।
advertisement
এদিকে সকাল থেকেই পূর্ব রেলের ইঞ্জিনিয়াররা যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতির কাজ শুরু করেন। অবশেষে দুপুরের আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয় বনগাঁ শাখায়। ঘটনা হল কিছুদিন আগে বামনগাছি স্টেশনের কাছেও লাইনে ধস নেমেছিল। সেই সময়ও অবরুদ্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল। কেন এভাবে বার বার রেল লাইন বসে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
রুদ্রনারায়ণ রায়